ইউনিয়ন রুম বন্ধের বিজ্ঞপ্তি জারি উচ্চশিক্ষা দফতরের

সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনার পর সতর্ক পদক্ষেপ রাজ্যের উচ্চশিক্ষা দফতরের। কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে ইউনিয়ন রুম বন্ধের বিজ্ঞপ্তি জারি উচ্চশিক্ষা দফতরের। ওই বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, বর্তমানে বেশকিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুমে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। বহুদিন যাবৎ কলেজগুলিতে কোনও স্টুডেন্ট কাউন্সিল নেই। এমনকি হয়নি কোনও ছাত্র সংসদ নির্বাচন। এই পরিস্থিতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম বন্ধ থাকবে। একইসঙ্গে ওই বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রেজিস্ট্রার বা নিবন্ধকের কাছে ও কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজে কর্তৃপক্ষের কাছে রুমের চাবি থাকবে। ইউনিয়ন রুমে ঢোকার কোনও প্রয়োজন থাকলে তা লিখিত আবেদন করতে হবে। প্রয়োজনীয়তা অনুযায়ী একমাত্র কর্তৃপক্ষের অনুমতির পরেই রুম খোলা হবে। তবে একইসঙ্গে এও বলে দেওয়া হয়েছে, এই নির্দেশ পড়ুয়াদের কমন রুমের জন্য প্রযোজ্য বা বলবৎ হবে না।

এদিকে  কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রাজ্যের বেশ কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুম বন্ধ রেখেছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় ৩ মাস আগে থেকেই ইউনিয়ন রুম বন্ধ রেখেছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে অ্যাডভাইজারি জারি করার প্রক্রিয়াও শুরু হচ্ছিল। দীর্ঘদিন ধরেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয় না।যা নিয়ে বারবারই প্রশ্ন তুলেছে বিরোধীরা।

তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন একটি এসওপি জারি করা হবে। যদিও সেই এসওপি  কাজ কবে থেকে জারি করা হবে রাজ্যের কলেজগুলির জন্য সেই বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু বলা হয়নি। তবে নির্দেশিকা জারি করার আগেই বেশ কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হয়েছিল বলেই জানিয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের একাংশ।

প্রসঙ্গত, গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুম ও গার্ড রুমে প্রথমবর্ষের এক ছাত্রীকে গণণধর্ষণের অভিযোগ ওঠে ওই কলেজের দুজন পড়ুয়া ও এক প্রাক্তনীর বিরুদ্ধে। এরপরই প্রশ্ন ওঠে, ছাত্র সংসদ না থাকায় ইউনিয়ন রুমগুলি খোলা থাকা নিয়ে। এই ঘটনার জল গড়ায় আদালতেও। এরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশ আসে বন্ধ রাখা হোক ইউনিয়ন রুম। এবার সেই ব্যাপারেই নির্দেশিকা কার্যকর করল উচ্চশিক্ষা দফতর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =