প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় নয়া পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় ২০২৪ সালের নতুন একটি পদক্ষেপ করা হচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। যে ব্যবস্থায় একটিও প্রশ্নপত্র মিসিং হলে অথবা প্রশ্নপত্রের ছবি পরীক্ষাকেন্দ্রের বাইরে ছড়িয়ে পড়লেই সংসদের কর্তারা বুঝে যাবেন রাজ্যের যে কোনও পরীক্ষাকেন্দ্র থেকে। সঙ্গে এও বোঝা যাবে পরীক্ষা কেন্দ্রের কোন ঘর থেকে প্রশ্নপত্রটি বেরিয়েছে তাও। শুধু তাই নয়, এর পাশাপাশি, প্রশ্নপত্রগুলির একাধিক জায়গায় এনক্রিপটেড কিউআর কোড অথবা বারকোড থাকবে। সংসদের কর্তারা নিজস্ব ব্যবস্থায় সেই বারকোড বা কিউআর কোড স্ক্যান করলেই জানতে পেরে যাবেন প্রশ্নপত্রের ইউনিক সিরিয়াল নম্বর। সংসদ সভাপতি জানিয়েছেন, ওই ১৪টি বিষয়ের ক্ষেত্রে কোন পরীক্ষাকেন্দ্রে কত সিরিয়াল নম্বর থেকে কত সিরিয়াল নম্বরের প্রশ্নপত্র যাচ্ছে তা সংসদের রেকর্ডে থাকবে। আবার পরীক্ষাকেন্দ্রের একটি রুমেও কত থেকে কত সিরিয়াল নম্বরের প্রশ্নপত্র যাচ্ছে তাও জানা থাকবে সংসদের। এর মাধ্যমেই কোনও প্রশ্নপত্র মিসিং হলে বা বাইরে ছড়িয়ে পড়লে, সেটি কোন পরীক্ষাকেন্দ্রের তা সহজেই ধরে ফেলা যাবে। প্রসঙ্গত, ২০২৪ সালের মাধ্যমিকের ক্ষেত্রেও চালু করা হয়েছে ইউনিক সিরিয়াল নম্বরের এই ব্যবস্থা।   এই প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, গোটা ব্যবস্থাটি পরিচালিত হবে প্রতিটি প্রশ্নপত্রে থাকা একটি করে ইউনিক কোডের মাধ্যমে। ঠিক যেভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষার প্রশ্নপত্রে থাকে। এই প্রসঙ্গে সংসদ সভাপতি এও জানান, ‘পরীক্ষা ব্যবস্থার শুদ্ধতা বজায় রাখার জন্য আমরা প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর করেছি। জয়েন্ট এন্ট্রান্স-সহ দেশের সব প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষায় সেটা থাকে। এটা সিকিউরিটি ফিচারের একটা অংশ।’ এখানে বলে রাখা শ্রেয়, উচ্চমাধ্যমিকে ৬০টি বিষয়ের পরীক্ষা হয়। তার মধ্যে ১৪টি বিষয়ের প্রতিটি প্রশ্নপত্রে এই সিরিয়াল নম্বর থাকবে।

সঙ্গে এও জানানো হয়েছে, বাংলা, ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, রাষ্ট্রবিজ্ঞান, বিজনেস স্টাডিজ, ভূগোল, অ্যাকাউন্ট‌্যান্সি, ইতিহাস, সংস্কৃত-সহ মোট ১৪টি বিষয়ের প্রশ্নপত্রে থাকবে এই সিরিয়াল নম্বর-সহ অন্যান্য সিকিউরিটি ফিচার্স। এই ১৪টি বিষয়ে পরীক্ষা দেওয়ার সময় কোন সিরিয়াল নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছেন, তা পরীক্ষার্থীকে উল্লেখ করতে হবে নিজের উত্তরপত্রে। এই প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এও জানান, উত্তরপত্রে সিরিয়াল নম্বর লেখার জায়গা থাকবে। যে বিষয়গুলির প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর থাকবে, সেগুলির ক্ষেত্রে ওই নির্ধারিত জায়গায় ছয় অথবা সাত নম্বরের ওই কোডটি লিখতে হবে পরীক্ষার্থীদের। যে বিষয়গুলির প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর থাকবে না, সেগুলির ক্ষেত্রে ওই জায়গা ফাঁকা রেখে দিতে হবে। জানা গিয়েছে, পরীক্ষার ‘অ্যাটেন্ডেন্স অ্যান্ড সিগনেচার রেজিস্ট্রার’-এও কোন পরীক্ষার্থী কোন সিরিয়াল নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছেন, তার উল্লেখ করতে হবে। যা সুনিশ্চিত করার দায়িত্ব বর্তাবে ইনভিজিলেটরের উপর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + seventeen =