উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ মাধ্যমিকের আগেই

২০২৪-এ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়ে যেতে পারে মাধ্যমিকের ফল প্রকাশের আগেই। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্র মারফত এমনটাই খবর। ফলে  লোকসভা ভোট পর্বের মধ্য়েই প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এখনও পর্যন্ত সংসদ সূত্রে যা খবর, ,তাতে এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। আর ফল প্রকাশের ১৫ দিন পরে পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পেতে পারেন।

উল্লেখ্য, এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন রাজ্যের প্রায় ১৮ লাখ পরীক্ষার্থী। সংসদ সূত্রে খবর, উচ্চমাধ্যমিকের নম্বরের এন্ট্রি এবার অনলাইনে করা হয়েছে। বুধবারের সর্বশেষ আপডেট অনুযায়ী, আর মাত্র আড়াইশো পরীক্ষার্থীর নম্বর এন্ট্রি করা বাকি রয়েছে। সেটা হয়ে গেলে, এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের প্রবল সম্ভাবনা।

এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হয়ে যাওয়ার পর, আগামী মাসে মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে বলে খবর। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে যেমন আনুষ্ঠানিক ফলপ্রকাশের পর দিন পনেরো সময় লাগবে মার্কশিট হাতে পেতে, মাধ্যমিকের ক্ষেত্রে সেরকম না হওয়ার সম্ভাবনাই বেশি। এখনও পর্যন্ত যা খবর, ফলপ্রকাশের দিনই মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু নির্বাচন চলছে, তাই ভোটের কাজে বিভিন্ন স্কুলগুলি ব্যবহৃত হবে। সেক্ষেত্রে কীভাবে ভোট চলাকালীন মার্কশিট দেওয়া হবে, তা নিয়ে কিছুটা ধন্দ তৈরি হয়েছে। তবে সেই সমস্যা কাটানোর চেষ্টা চলছে বলেই পর্ষদ সূত্রে খবর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =