ওয়াকফ আইনের প্রতিবাদ-বিক্ষোভে হিংসার জেরে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসের হত্যার প্রতিবাদে এদিন রাজ্যজুড়ে হিন্দু শহিদ দিবস পালনের ডাক দিল পদ্ম শিবির। বুধবার বিধানসভার বাইরে এক বিক্ষোভে যোগ দিতে দেখা গেল বিজেপি বিধায়কদের। বিধানসভার সামনেই মুর্শিদাবাদে মৃত বাবা-ছেলের পোস্টার হাতে নিয়ে গর্জে উঠলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এখান থেকেই উঠল ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগান।
এদিকে যে সময় বিধানসভার বাইরে এই বিজেপি বিক্ষোভ শুরু করেছে ঠিক সেই সময়ই আবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ইমামদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠেই কেন্দ্রের বিরুদ্ধে একের পর তোপ দাগতে দেখা যায় তাঁকে। মুর্শিদাবাদের অশান্তির জন্যই কেন্দ্রকেই দোষারোপ করেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি দেখে কেন তড়িঘড়ি ওয়াকফ আইন পাশ করা হল সেই প্রশ্নও এদিন তুলতে দেখা যায় মমতাকে। এর পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়েও সরব হয়েছেন মমতা।
অন্যদিকে এদিনও আবার নতুন করে অশান্তির ছবি দেখা যায় ধুলিয়ানে। পুরসভার চেয়ারম্যানের ভাইয়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে ধুলিয়ানে যেতে চেয়ে এদিনই আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু।