১২ মার্চ, ২০২৫ বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি. ভি. আনন্দ বসু সশস্ত্র সীমা বলের (এসএসবি)-র ৪১তম ব্যাটেলিয়নের শিলিগুড়ি সীমান্ত সদর দফতরের অধীনে ভারত-নেপাল সীমান্তে মোতায়েন রানিডাঙ্গার অপারেশনাল এলাকা পরিদর্শন করেন। এদিনের এই সফরে রাজ্যপাল প্রথমে পানিট্যাঙ্কি সীমান্ত চৌকি-র নিচে পুরনো মেচি সেতু পরিদর্শন করেন।
এদি্ন শিলিগুড়ি সীমান্তের ইনস্পেক্টর জেনারেল সুধীর কুমার ভারত-নেপাল সীমান্ত নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে বিস্তারিত ব্রিফিং করেন। এরপর তিনি পানিট্যাঙ্কির বিআইটি চেকপোস্ট পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত এসএসবি কর্মীদের সঙ্গে মতবিনিময়ও করেন।
পরে তিনি গোরসিং বস্তি সীমান্ত আউটপোস্টে পৌঁছন, যেখানে তিনি সেনাদের সঙ্গে এক বৈঠকও করেন। তিনি জাতীয় সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এসএসবির প্রশংসা করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল প্রতিশ্রুতির প্রশংসা করেন।
রাজ্যপাল আধিকারিকদের কাছ থেকে নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত ব্যবস্থাপনা এবং চোরাচালান বিরোধী অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে অবগত হন। তিনি চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতিতে কর্মরত সেনাদের নিষ্ঠার পাশাপাশি তাঁদের সেবারও প্রশংসা করেন। গোরসিং বস্তি বর্ডার আউটপোস্টে পরিবেশ সংরক্ষণের পদক্ষেপ হিসেবে রাজ্যপাল একটি চারাও রোপণ করেন।
তাঁর সফরকালে রাজ্যপাল স্থানীয় গ্রামবাসী, জনপ্রতিনিধিদের এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন ব্যাপারে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য প্রদান করেন।
এই উপলক্ষে, সারদা বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা এবং স্থানীয় সাঁওতালি, রাজবংশী এবং নেপালি সম্প্রদায়ের যুবারা দেশাত্মবোধক গানের পাশাপাশি তাঁদের ঐতিহ্যবাহী গান ও দলগত নৃত্য পরিবেশন করেন, যা রাজ্যপাল অত্যন্ত প্রশংসাও করেন। তিনি ছাত্রছাত্রী ও যুবাদের পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহিত করেন। এছাড়াও এসএসবি জ্যাজ ব্যান্ড পরিবেশন করে সঙ্গীত, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়। এরপরে রাজ্যপাল সমস্ত কর্মকর্তা, সেনা, স্থানীয় গ্রামবাসী এবং শিক্ষার্থীদের সাথে একটি কমিউনিটি ভোজে অংশ নেন।