বড়বাজার অগ্নিকাণ্ডে এবার পুলিশের জালে হোটেলের সুপারভাইজার। সোমবার শেখ মহম্মদ সাগির আলি নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জানা যাচ্ছে, মেছুয়া বাজারের ওই হোটেলে যে দাহ্য পদার্থ মজুত করা হয়েছিল, তার নেপথ্যে রয়েছে এই যুব মহম্মদ সাগির আলিই।
মঙ্গলবারে বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগার ঘটনার দেড়দিনের মাথায় বৃহস্পতিবার সকালে হোটেল মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়।পরবর্তীতে গ্রেপ্তার করা হয় হোটেলের ইনটিরিয়র ডিজাইনের দায়িত্বে থাকা ঠিকাদার খুরশিদ আলমকে। জেরার মুখে সে জানায়, কাজের সময় তিনি বিদেশে ছিলেন। দায়িত্বে ছিলেন শেখ মহম্মদ সাগির আলি। এরপরই তাঁকে জেরা করে পুলিশ। পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে। ফলে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৪।