বেলডাঙায় বাবরি মসজিদের নামে ট্রাস্ট নয়, জানালেন হুমায়ুন

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করবেন তিনি। গত বছরের ৯ ডিসেম্বর এমনটাই ঘোষণা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এর জন্য ট্রাস্ট গঠনের কথাও জানান। এবার সেই ট্রাস্টের নাম নিয়েই ব্য়াকফুটে  ভরতপুরের বিধায়ক। ট্রাস্টের নাম বাবরি মসজিদ ট্রাস্ট রাখতে চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আগেই সমস্ত রাজ্যকে জানানো হয়েছে, বাবরি মসজিদ নামে কোনও ট্রাস্ট গঠন করা যাবে না। তাই, ট্রাস্টের নাম বদলাতে চান তৃণমূল এই বিধায়ক।
এই প্রসঙ্গে হুমায়ুন সোমবার এও জানান, বাবরি মসজিদ ট্রাস্টের রেজিস্ট্রেশনের জন্য মাস দেড়েক আগে কলকাতার অফিসে আবেদন করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ওই অফিস। ওই অফিসের তরফে আনঅফিসিয়ালি জানানো হয়েছে, বাবরি মসজিদের নামে কোনও ট্রাস্ট করা যাবে না। যাঁরা পদাধিকারী, তাঁরাই থাকবেন। শুধু ট্রাস্টের নাম বদলাতে হবে। এরপরই সিদ্ধান্ত নেয়া হয়, ট্রাস্ট থাকবে কিন্তু, নাম বদলে দেব।’
এর পাশাপাশি তিনি এও জানান,’৯ জনের এক্সিকিউটিভ বডি থাকবে ওই ট্রাস্টে। আমরা নতুন নাম জমা দিলে ৭ দিনের রেজিস্ট্রেশন হয়ে যাবে।’ ট্রাস্টের নাম পরিবর্তন করা হলেও মসজিদের নাম যে পরিবর্তন করবেন না, তা স্পষ্ট করে দিলেন হুমায়ুন। তিনি বলেন,’২০২৫ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেদিনে বোর্ডে বাবরি মসজিদই লেখা থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =