চিকিৎসক ছাত্রদের বিরুদ্ধে কিছুই বলিনিঃ মমতা

আরজি কর নিয়ে আন্দোলনের আবহে সভা থেকে চিকিৎসক ছাত্রদের সম্পর্কে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্কও। এবার সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। সভার ২৪ ঘণ্টার মধ্যেই এক্স মাধ্যমে পোস্ট করে জানালেন, চিকিৎসক ছাত্রদের বিরুদ্ধে কিছুই বলতে চাননি তিনি।

এই প্রসঙ্গে এক্স মাধ্যমে তিনি লেখেন, ‘সংবাদমাধ্যমে বেশ কিছু ভুল তথ্য ছড়ানো হচ্ছে।’ বুধবারের সভা থেকে তিনি যে বক্তব্য পেশ করেছেন, তা নিয়েই অপপ্রচার চলছে বলে অভিযোগ মমতার। প্রসঙ্গত, বুধবার তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘কতদিন হল কর্মবিরতির? চিকিৎসা না পেলে গরিব মানুষ কোথায় যাবে?’ আরজি করে তিলোত্তমার বিচারের দাবিতে কর্মবিরতিতে অবিচল জুনিয়র ডাক্তাররা। মমতার অনুরোধ শুনেও কর্মবিরতি তোলেননি। সেই প্রসঙ্গেই মমতা ডাক্তারদের উদ্দেশে বলেন, ‘সুপ্রিম কোর্ট সেদিন রাজ্যকে পাওয়ার দিয়েছে অ্যাকশন নিতে। আমি এটা করতে চাই না। কারণ ওরা ভাল করে পড়াশোনা করুক। আমি কারও বিরুদ্ধে যদি এফআইআর করি, তাহলে তার জীবন শেষ। পাসপোর্ট, ভিসা পাবেন না।’ মমতার এই মন্তব্যেই বাড়ে বিতর্ক।

এক্স মাধ্যমে মমতা এদিন এও লেখেন, ‘আমি চিকিৎসক ছাত্র ও তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটা শব্দও বলিনি। আমি ওদের আন্দোলনকে পূর্ণ সমর্থন করি। ওদের আন্দোলন সম্পূর্ণভাবে যুক্তিগ্রাহ্য। আমি ওদের কখনও হুমকি দিইনি। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ বরং মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, ‘আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি। কারণ ওরা কেন্দ্রীয় সরকারের সমর্থন নিয়ে রাজ্যের গণতন্ত্রে আঘাত করতে চাইছে। অরাজকতা তৈরি করতে চাইছে। আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে চাইছে। তাই ওদের বিরুদ্ধে কথা বলেছি।’

বুধবার সভা থেকে মমতা রামকৃষ্ণের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। বলেন, রামকৃষ্ণ বলেছিলেনন, ‘আমি তোমাকে কামড়াতে বারণ করেছি। কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি।’ ছাত্রনেতাদের উদ্দেশে বলেন, ‘ফোঁস করতে শিখুন।’ এই প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে এদিন মমতা বলেন, ‘শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে উদ্ধৃত করেই ‘ফোঁস করা’ শব্দটা ব্যবহার করেছি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 3 =