আমি চাই আজ-ই শপথ হোক, জানালেন স্পিকার

‘আমি চাই আজই শপথ হোক। সারা রাজ্যের মানুষ দেখছেন। তামাশার জায়গা করে দিচ্ছেন। রাজ্যপালের বোঝা উচিত। এখনও আমি তাঁর কাছে আবেদন করব, আপনি আসুন ওদের শপথবাক্য পাঠ করান। আমি আপনাকে গেট থেকে রিসিভ করে বিধানসভায় নিয়ে আসব।’ দুই নবনির্বাচিত বিধায়কের শপথ ইস্যুতে সোমবার এমনটাই বলতে শোনা গেল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। এ দিকে সূত্রে খবর, সোমবারও রাজ্যপালের পাশাপাশি স্পিকারকেও চিঠি পাঠান সায়ন্তিকারা। এই চিঠিক কথা সোমবার জানান বিমান বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এই প্রসঙ্গে তিনি এদিন এও বলেন, ‘ওদের চিঠির প্রেক্ষাপটে আমিও চিঠি লিখব।’ এর পাশাপাশি তিনি এও বলেন, ‘আমি আগেই বলেছি আবারও বলছি রাজ্যপাল আসুন বিধানসভায় ওদের শপথ বাক্য পাঠ করান। আর যদি ওনার এখানে আসতে অসুবিধা থাকে তাহলে পরিষদীয় গণতন্ত্রের কনভেশন অনুযায়ী স্পিকারের উপর দায়িত্ব দিন শপথবাক্য পাঠ করাতে।’

শুধু তাই নয়, স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায় এদিন এও জানান, ওঁরা বিধানসভার সদস্য তাই এখানেই ওঁদের শপথ এখানে হওয়া বাঞ্ছনীয়। তিনি বলেন, ‘এটা এর আগে একাধিকাবার হয়েছে। রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনখড় বিধানসভায় এসে মুখ্যমন্ত্রী সহ আরও দুজনকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন।’ এই প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্য়োপাধ্য়ায় এ প্রশ্নও তোলেন, ‘ওর অসুবিধা কোথায়? এটা তো জেদাজেদির প্রশ্ন নয়। সাংবিধানিক প্রধান হিসাবে নিজের দায়িত্ব নিয়ে চিন্তা-ভাবনা করা উচিত।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 6 =