এদের সবার যেদিন ফাঁসি হবে সেদিন মনের আশা পূর্ণ হবে, জানালেন তিলোত্তমার বাবা

তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন আম-জনতা থেকে হাজার হাজার জুনিয়র ডাক্তার। সোমবার লালবাজার অভিযানও করেন তাঁরা। এরই মধ্যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে  গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এই প্রসঙ্গে তিলোত্তমার বাবা জানান, ‘আমার মেয়ে তো দুর্নীতির বলি হয়েছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। পুরো বিভাগকেই আমরা এর জন্য প্রথম থেকে দায়ী করে আসছি। সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন। আরও যাঁরা জড়িত আছেন তাঁরাও গ্রেফতার হোক। যেদিন এদের সবার ফাঁসি হবে, সেদিন মনের আশা কিছুটা পূরণ হবে।’ এর পাশাপাশি তিলোত্তমার মা জানিয়েছেন, ‘আমি তো একমাত্র মেয়েকে হারিয়েছি। তাঁকে পুরো ডাক্তার তৈরি করে তারপর হারিয়েছি। এর জন্য পুরো হাসপাতালকেই দায়ী করব। আর এর মাথা সন্দীপ ঘোষ। একটু হলেও এখন আশা পাচ্ছি আমি বিচার পাব।’ এর পাশাপাশি জুনিয়ার চিকিৎসকদের শুভেচ্ছা জানান তিলোত্তমার মা। তিনি সন্দীপের গ্রেফতারিতে ছাত্রদের নৈতিক জয় দেখছেন। এই প্রসঙ্গে তিলোত্তমার মা জানান, ‘আন্দোলন আরও জোরাল করা উচিত। আমরাও যাব। আমিও ৪ তারিখ আরজি কর যাব। ওদের পাশে দাঁড়াব।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =