কেউ যা ইচ্ছা করলে চুপ করে থাকবো নাঃ দিলীপ

দিলীপ ঘোষকে নাকি আগের ‘ফর্মে’ পাওয়া যায় না বলে অনেকে দাবি করেছেন। কিন্তু স্বয়ং দিলীপ ঘোষের দাবি একেবারে ভিন্ন। তিনি জানান, তাঁর ‘ফর্ম’ আগের মতোই আছে। যদিও তিনিই শুধু বিতর্ক তৈরি করেন, এমনটা মানতে নারাজ। তাঁর বক্তব্য, তাঁকে যে যেমন প্রশ্ন করেন, তিনি শুধু উত্তর দেন।

যে কোনও নির্বাচন হোক বা অন্য কোনও ইস্যু, দিলীপ ঘোষ মুখ খোলা মানেই একাধিক বিতর্ক জন্ম নেওয়া, এমনটাই যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে বঙ্গ রাজনীতিতেত। তবে বিগত কিছু সময় ধরে কিছুটা যেন আড়ালে চলে গেছিলেন দিলীপ ঘোষ। তবে ফের ফিরেছেন পুরনো ছন্দে।

একই সঙ্গে বিজেপি নেতা এ প্রশ্নও তোলেন, ‘কোন বিতর্কের কাজ করেছে দিলীপ ঘোষ? আমি সাধারণ মানুষ। খাই-দাই, মর্নিং ওয়াক করি। আমি যদি বাড়িতে নারকেল কাটার জন্য একটা দা কিনতে যাই, অনেক ভদ্রলোক সেটা নিয়েও ভয় পেয়ে যান। আমি সাংসদ তহবিলের পয়সা দিয়ে রাস্তা করার পর সেটা উদ্বোধন করতে গেলে অনেকে চেঁচামেচি করে। তাহলে বিতর্ক করল কে?’ দিলীপের সাফ কথা, কেউ কেউ তাঁকে বিতর্কে ফেলে নাম ভাঙাতে চায়।

নিজের ‘ফর্ম’ নিয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ‘কেউ যা ইচ্ছা আমার ওপর দিয়ে চালালে আমি চুপ থাকব না, উত্তর দেবই। আমি ওরকম নেতা নই যে পিছনে কেউ কুকুরের মতো ঘেউ ঘেউ করলে জবাব না দিয়ে চলে আসব। যারা নিয়মিত আমার সম্পর্কে খোঁজ রাখেন, তারা জানেন এটাই আমার ফর্ম। অনেকে খবর দেখে আমার ফর্ম বিচার করে। তাদের জন্য খুব মায়া হয় আমার।’

এখন প্রায়শই দেখা যায়, বিজেপি কোনও কর্মসূচি করতে গেলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কারণ অভিযোগ ওঠে, পুলিশ অনুমতি দিচ্ছে না। এই বিষয়ে দিলীপের মত, ‘পুলিশ প্রশাসন নপুংসক। অযোগ্য লোকগুলো কেন পুলিশে আছে? আমরা আগে জানাই যাতে প্রশাসনের সুবিধা হয়। এদের পদত্যাগ করা উচিত।’

এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। কারণ লন্ডনে গিয়ে সেখানে বাণিজ্য-বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। বাংলায় বিনিয়োগ আনার ক্ষেত্রে এই বৈঠক যে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘উনি তো বিশ্বরেকর্ড করেছেন।’ কারণ,গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় হয়েছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দেশ-বিদেশের একাধিক শিল্পপতি সেখানে এসেছিলেন। কয়েকশো কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই সম্মেলনের কয়েক সপ্তাহ পরই লন্ডন সফরে গিয়ে বাণিজ্য-বৈঠক করেছেন তিনি। কিন্তু আদৌ বাংলায় কোনও বিনিয়োগ হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন দিলীপ ঘোষ। বিজেপি নেতার কথায়, ‘গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যা মৌ স্বাক্ষর করেছেন সেটা একটা বিশ্বরেকর্ড। কিন্তু কটা বিনিয়োগ হয়েছে? হিসেবে দেখা যাবে, সেটা এতো কম যে ওটাকেও একটা বিশ্বরেকর্ড বলা যায়!’ এর পাশাপাশি দিলীপ এও জানান, বাংলায় কেউ বিনিয়োগ করতেই চান না। তার কারণ হিসেবে দিলীপ জানান,’পশ্চিমবঙ্গ যত বড় বড় শিল্পপতি আছেন তাঁদের থেকে তৃণমূল সরকার কাটমানি খায়। বিদ্যুতের দাম ওরা ঠিক করে দেয়। সবকিছু জোর করে করায়। তাই গত ১০-১৫ বছরে বাংলায় কে কত টাকা বিনিয়োগ করেছে, তার উত্তর নেই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 10 =