‘যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব’ সোমবার সুপ্রিম কোর্টে জানিয়েছে সিবিআই। আর তারপর থেকেই আশার আলো দেখতে শুরু করছেন চাকরিপ্রার্থীরা। আর এই ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ছেন, যোগ্যদের চাকরি চলে গেলে চাকরিপ্রার্থীদের নিয়ে এবার নবান্ন ঘেরাও করার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট হুঁশিয়ারি, ‘যদি যোগ্য চাকরি প্রাথীদের চাকরি চলে যায় তাহলে নবান্ন অভিযান হবে।’
এর পাশাপাশি শুভেন্দু এও জানান, ‘যোগ্য চাকরি প্রার্থীদের যে কোনও আন্দোলনে আমরা বরাবর সঙ্গে থাকব। সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যদি যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চলে যায় নবান্ন ঘিরে আমরা বসে থাকব। নবান্ন মুখ্যমন্ত্রী ঢুকলেও আর বেরতে পারবেন না। নিশ্চিত ভাবে বললাম।’
এরপর বাজেট প্রসঙ্গে মুখ খোলেন তিনি। বলেন, ‘চাকরি নিয়ে বাজেট এ কিছু থাকবে না। তিন শতাংশ ডিএ বাড়তে পারে। আমি এখন বলার পর এটা হয়ত চার শতাংশ হবে। শিল্প নিয়ে কিছু থাকতে পারে। শুধু ভাতা দিয়ে সরকার চলতে পারেনা। বাজেটে অনেক কিছু দেখতে পাবেন। সাধারণ মানুষের বিরুদ্ধে যাওয়া বাজেট হলে আমরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাবো।’