আইএফএ- দুর্দশার ছবি ধরা পড়ল মোহনবাগান বনাম রেলওয়ে এফসি ম্যাচে

কলকাতা ফুটবল লিগের মোহনবাগান বনাম রেলওয়ে এফসি ম্যাচে জয পেয়েছে  মোহনবাগান সুপার জায়েন্ট। তবে এদিনের এই ম্যাচ নিয়ে তৈরি হল বিতর্ক। বিতর্কের কেন্দ্রবিন্দুতে আইএফএএর ভূমিকা।ম্যাচে গুরুতর চোট পাওয়া তারক হেমব্রমের শুশ্রুষা চলল পায়ের দুই পাশে ছাতা বেঁধে। যা নিয়ে উত্তাল ময়দান।

ম্যাচের ৩৫ মিনিটে মার্শাল কিষ্কুর ট্যাকলে চোট পেয়ে গুরুতর আহত হন বাংলা দলের প্রাক্তন ফুটবলার। অ্যাম্বুল্যান্সে করে মাঠ ছাড়েন রেলের তারকলিগামেন্ট ছিঁড়ে গিয়েছে বলেই খবর।এরপরেই দেখা যায় অ্যাম্বুল্যান্সে তাঁর আহত হওয়া পায়ের দুই পাশে দুটো ছাতা দিয়ে রাখা হয়েছে।আর এখানেই প্রশ্ন উঠে গেল সামান্য ফার্স্ট এইড এর ব্যবস্থা নেই কলকাতা ফুটবল লিগে।ছাতা বেঁধে পায়ের এত গুরুতর চোটের চিকিৎসা করা হচ্ছে তা দেখে বিস্মিত কলকাতা ফুটবল মহল।

এদিকে পাঁচতারা হোটেলে জাঁকজমক করে কলকাতা লিগের সূচনা হয়েছিল এ মরসুমে।  তবে লিগ শুরু হতেই বাংলার ফুটবল সংস্থার দৈনদশা দেখা যেতে শুরু করে। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে সাংবাদিকদের জন্য ব্যবস্থা না থাকার অভিযোগ ওঠে। তবে সোমবার সামনে এল আরও মারাত্মক ঘটনা। প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও নেই তার জ্বলন্ত প্রমাণ রেলের তারক হেমব্রেমের এই চোট। এ ব্যাপারে আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তিনি ফোন তোলেননি।  

এদিন ম্যাচের ছয় মিনিটে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়েন্ট। সালাহ ক্রস থেকে গোল করেন অধিনায়ক সন্দীপ মালিক। ৩৩ মিনিটে নীতিশ কুমার মন্ডল শট অল্পের জন্য বাইরে যায়। ৪৬ মিনিটে পাসাংয়ের সেন্টার টংসিনের হেড বিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। পরিবর্ত হিসেবে নামা সবুজমেরুনের শিবম মুন্ডা সহজ গোলের সুযোগ নষ্ট করেন। কিন্তু সেই তিনিই আবার ২০ করেন সবুজমেরুনের হয়ে।  লিগে তিনটি ম্যাচ খেলে ফেলল মোহনবাগান। তার মধ্যে সবুজমেরুনের জয় দুটিতে। এই ম্যাচে দুই দলই লালকার্ড দেখে। দ্বিতীয়ার্ধে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন দুদলের ফুটবলাররা। মাঠের উত্তাপ ছড়িয়ে পড়ে রিজার্ভ বেঞ্চেও। রেফারি লাল কার্ড দেখান মোহনবাগানের সালাউদ্দিনকে। হলুদ কার্ড দেখেন সবুজমেরুনের সাহিল। রেলওয়ে এফসির গোলকিপার এবং অধিনায়ক সুদীপ্ত তেড়ে যান বাগান খেলোয়াড়দের দিকে। তাঁকেও লাল কার্ড দেখান রেফারি। লাল কার্ড দেখেন রেলওয়ের সৌমিক কোলে। মোহনবাগানের টিম ম্যানেজার রাহুল দত্তকেও লাল কার্ড দেখানো হয়। যার জেরে খেলা বন্ধ থাকে দীর্ঘক্ষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 4 =