আইআইএফএল ফাইন্যান্স আশ্বাস দিল আগামী ৬ মাসে পশ্চিমবঙ্গে ৭৫টি নতুন শাখা খোলার এবং ৪০০ জনেরও বেশি কর্মী নিয়োগের। এই প্রসঙ্গে আইআইএফএল ফাইন্যান্স গোল্ড লোনের পূর্বাঞ্চলের জোনাল বিজনেস হেড নিলয় ঘোষ জানান, ‘নতুন শাখা এবং নতুন কর্মীদের নিয়োগ করার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আরও বিস্তার লাভ করবো। এর পাশাপাশি অনগ্রসর এবং আন্ডারব্যাংকিং গ্রাহকদের গোল্ড লোন, বিজনেস লোন এবং অন্যান্য লেন্ডিং প্রোডাক্ট পৌঁছে দেবো।’ সঙ্গে এও জানান, ‘পশ্চিমবঙ্গ আইআইএফএল ফাইন্যান্সের জন্য একটি ফোকাস স্টেট। সেই কারণেই এই রাজ্যে বৃহৎ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এবং বার্ষিক ৫০ শতাংশ হারে বৃদ্ধির আশা করা হচ্ছে।’ সঙ্গে এও জানান, সংস্থা গ্রাহককেন্দ্রিক এবং ডিজিটাইজেশনের ক্ষেত্রে আরও দ্রুত কাজ করার জন্য সমস্ত শাখায় পেপারলেস এবং সমস্ত লোন প্রোডাক্ট কুইক প্রসেসিং অফার করছে।
এরই রেশ ধরে নিলয়বাবু এও জানান, আইআইএফএল ফাইন্যান্স হল ভারতের বৃহত্তম গোল্ড লোন সংস্থাগুলির মধ্যে একটি, যা আরবিআই দ্বারা লাইসেন্সপ্রাপ্ত এবং ঋণগ্রহীতাদের সোনার জন্য সবচেয়ে বেশি সেফটি ও ইনসিওরেন্স অফার করে।