ইলিশ মাছের ঝাল

ইলিশ মাছের ঝাল

 

একেবারে নিজের স্টাইলে ইলিশ মাছের ঝাল। কম খরচে হয়ে যায়। যা একটু ইলিশ মাছের দাম বেশি।

 

উপকরণ

 

ইলিশ মাছ – ৪পিস

আদা বাটা ১ ;ec;

কাঁচা লঙ্কা বাটা ৪টি

পাতিলেবুর রস ৩ চামচ

গরম মসলা গুঁড়া ১ চিমটে

স্বাদমতো নুন

সর্ষের তেল ৫ চামচ

ঘি ১ চামচ

কী ভাবে রান্না করবেনঃ

1

মাছের আঁশ ছাড়িয়ে নিয়ে বড় বড় পিস করে কাটুন

2

মাছ আদা বাটা লঙ্কা বাটা লেবুর রস মাখিয়ে ঘন্টাখানেক রাখুন

3

মৃদু আঁচে তেল ও ঘি দিয়ে মিশিয়ে গরম করুন। এবং মাখা মসলা সমেত মাছ ছাড়ুন ও ঢাকা দিন।

4

একটু পরে একবার উল্টো দিন।। যখন দেখবেন ভাজা হয়ে গেছে তখন সামান্য জল দিয়ে ও গরম মসলা দিয়ে নামিয়ে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =