পুরসভার ওয়েবসাইট থেকেই এবার জানা যাবে হাওড়ায় কোনও বহুতল বেআইনিভাবে নির্মাণ হচ্ছে বা হয়েছে কিনা সে সম্পর্কিত সব তথ্য। পুরসভায় স্বচ্ছতা আনতেই হাওড়া পুরসভার এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। হাওড়া পুরসভার ওয়েবসাইটে গিয়ে ওই বহুতলের হোল্ডিং নম্বর দিয়ে সার্চ করলেই তাঁরা জানতে পারবেন বহুতলটি তৈরির জন্য কিংবা বহুতলের অতিরিক্ত ফ্লোর তৈরির জন্য পুরসভার অনুমোদন মিলেছে কি না তাও। ওই হোল্ডিং নম্বর সার্চ করে যদি বাসিন্দারা দেখতে পান বহুতলটি তিনতলা করার অনুমোদন থাকলেও সেটি ৬ তলা করা হচ্ছে, তা হলে বাসিন্দারা তৎক্ষণাৎ সেই খবর পুরসভায় দিতে পারবেন। প্রয়োজনে পুরসভা গিয়ে তদন্ত করে সেই অতিরিক্ত তল ভেঙে দেবে।
সূত্রে খবর, এই ওয়েবসাইটটি আগামী মার্চ মাস থেকেই চালু করবে হাওড়া পুরসভা। সোমবার এই প্রসঙ্গে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, এর ফলে একদিকে শহরের বুকে যেমন পুরসভার অনুমোদন ছাড়া বহুতলের বেআইনি অংশ নির্মাণ আটকানো সম্ভব হবে, পাশাপাশি, পুরসভার নজর এড়িয়ে শহরের বুকে কোনও বহুতল বেআইনিভাবে নির্মাণ হচ্ছে কি না, তা সহজেই জানতে পারবে পুরসভা। একই সঙ্গে এদিন তিনি বলেন, ‘যাঁরা ফ্ল্যাট কিনছেন তাঁরাও জানতে পারবেন তিনি যে বহুতলে ফ্ল্যাট কিনেছেন সেই বহুতলটি বেআইনি কি না। কারণ দেখা যায়, অনেক সময়ই বহুতলের বেআইনি অংশ চিহ্নিত হওয়ার পর পুরসভা যখন সেই বেআইনি অংশ ভাঙে তখন বেআইনি অংশের বাসিন্দা বিপদে পড়ে যান।’
প্রসঙ্গত, গত কয়েকবছরে হাওড়া শহরে পুরসভার নজর এড়িয়ে প্রচুর বহুতলের বেআইনি তল গজিয়ে উঠেছে। তাই ২০২১-‘২২ আর্থিক বছর থেকেই প্রতিবছর কয়েকশো করে বেআইনি বহুতল চিহ্নিত করে সেগুলি ভাঙার কাজ করে পুরসভা। সেই কাজে গতি আনতেই এবার এই অনুমোদিত বহুতলের ওয়েবসাইট চালুর পরিকল্পনা।