রামনবমীতে বাংলার একাধিক জায়গায় এবার নজরে সম্প্রীতির ছবি। এমনকী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রামনবমীতে অংশগ্রহণকারীদের মিষ্টি-লাড্ডু বিতরণ করছেন, জল খাওয়াচ্ছেন এমন ছবিও এবার নজরে এসেছে। এমন ঘটনা দেখা গেছে মালদহ, মুর্শিদাবাদ, ভাঙড়ের বেশ কিছু জায়গায়। রামনবমীতে সম্প্রীতির ছবি তুলে ধরে সিপি মনোজ ভার্মা জানান, ‘ভালভাবেই সিলেব্রেশন হচ্ছে। এটাই চাই। কোথাও কোথাও ভাল ছবি দেখলাম। স্পেশ্যালি ভাঙড় ডিভিশনে, সেখানে অন্য সম্প্রদায়ের লোক এসে জল খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। এগুলোই দরকার।’ আর এমন ঘটনার প্রশংসা করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বললেন, ‘এটাই তো চাই। সবাই ভালভাবে সেলিব্রেশন করুন।’ বিশেষ করে ভাঙড়ের কথা বলেন সিপি।
রবিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে কাশীপুরে রাস্তায় নামেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারাও। কলকাতা পুলিশের তরফ থেকে রামনবমীর শুভেচ্ছা জানান সিপি। সিপি বলেন, ‘সব জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। অনেক জায়গাতেই মিছিল বেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যা খবর পেয়েছি, ৬-৭ টা মিছিল শেষ হয়েছে। কোথাও কোনও অশান্তির খবর পাইনি। দুপুর তিনটে থেকে অনেক জায়গাতেই মিছিল বেরোবে। সব জায়গাই সিনিয়র অফিসারকে ঘুরে দেখেছেন।’
হাওড়ায় অস্ত্র নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছেন কলকাতা হাইকোর্ট। সে প্রসঙ্গে সিপি বলেন, ‘কোথাও অস্ত্র দেখলে, আইন অনুযায়ী পদক্ষেপ করতে ফোর্সকে বলা আছে। তবে মনে হয় না, হাইকোর্টের নির্দেশ অমান্য কোথাও করা হবে।’
উল্লেখ্য, ভাঙড়ে রামনবমীর মিছিলে হাঁটতে দেখা যায় শওকত মোল্লাকে। নিজের হাতে রাম পূজার ভোগও রান্না করেন তিনি। ভাঙড়ের বোদরাতে ঘটা করে রামনবমী পালন করলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের পর্যবেক্ষক শওকত মোল্লা।