পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় স্টিল প্ল্যান্ট করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই স্টিল প্ল্যান্টে উৎপাদন কবে শুরু হবে তা নিয়ে জল্পনার অন্ত নেই বঙ্গে। বিজনেস সামিটের পর থেকে এই আলোচনা বেড়েছে বহুগুণে। কারণ, এ ব্য়াপারে স্পষ্ট কোনও উত্তর মিলল না রাজ্য সরকারের তরফ থেকে। এমনকী বিশেষ কিছুদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছে। এই নিয়ে এবার মুখ খুলতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। নির্দিষ্ট করে জানিয়ে দিলেন, ১৮ থেকে ২০ মাসের মধ্যে শুরু হবে উৎপাদন। সঙ্গে এও জানান, স্টিল প্ল্যান্ট চালু হলে বহু মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি।
প্রথমে ঠিক ছিল পশ্চিম মেদিনীপুরের শালবনিতে হবে ওই স্টিল প্ল্যান্ট। পরে তা গড়বেতায় হবে বলে জানানো হয়। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ওই ইস্পাত কারখানা নিয়ে সৌরভ জানান, ‘প্রত্যেকে ভাবেন, ২ মাসে স্টিল প্ল্যান্টে কাজ শুরু হবে। তা তো সম্ভব নয়। নানা ইস্যু থাকে। কারখানা তৈরিতে সময় লাগে। আশা করি, আমরা ১৮ থেকে ২০ মাসের মধ্যে ইস্পাত কারখানায় উৎপাদন শুরু করতে পারব।’
এর পাশাপাশি সৌরভ এও জানান, ২টি ইস্পাত কারখানায় কাজ চলছে। এই প্রসঙ্গে সৌরভ এও জানান, ‘২০০৭ সাল থেকে আমাদের দুটি ইস্পাত কারখানা রয়েছে। যার একটি আসানসোলে, অন্যটি পটনাতে। গড়বেতারটি আমাদের তৃতীয় প্ল্যান্ট এবং সবচেয়ে বড়। কিন্তু, কারখানার জন্য নানা ছাড়পত্রের প্রয়োজন হয়। যেগুলো সময়সাপেক্ষ। সেগুলো হয়ে গেলেই ১৮ থেকে ২০ মাসের মধ্যে উৎপাদন শুরু হবে।’ নতুন এই কারখানায় কর্মসংস্থান নিয়ে সৌরভ বলেন, ‘আমাদের দুটি কারখানায় ১০ হাজারের বেশি কর্মসংস্থান হয়েছে। এখানেও আশা করি অনেক কর্মসংস্থান হবে।’