২০২৫-এ অনেকটাই কম উচ্চ মাধ্য়মিক পরীক্ষার্থীর সংখ্যা

২০২৫-এ পরীক্ষার্থীর সংখ্যা এক লাফে এবার অনেকটাই কমছে উচ্চ মাধ্যমিকে। সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থীও এবার বসছেন না এই পরীক্ষায়, এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এখনও পর্যন্ত মোট পরীক্ষার্থীর সংখ্যা চূড়ান্ত না হলেও সংসদ আধিকারিকরা দাবি করছেন পাঁচ লক্ষ ৩০ হাজার কাছাকাছি পৌঁছতে পারে এবারের পরীক্ষার্থীর সংখ্যা। এবারের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমার কারণ সম্পর্কে সংসদের আধিকারিকদের দাবি, ২০২৩-এ মাধ্যমিকে উত্তীর্ণদের সংখ্যা অনেকটাই কম ছিল। প্রায় ৫ লক্ষ ৭০ হাজার ছিল ২০২৩-এ মাধ্যমিকের উত্তীর্ণদের সংখ্যা। তাই সেই সংখ্যার অনুপাতেই উচ্চ মাধ্যমিকে এবারে পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে পাঁচ লক্ষেরও নীচে। যদিও আগামী ৮ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা নিয়ে বিস্তারিত ঘোষণা সংসদের তরফে করা হবে। পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই কমে যাওয়ার কারণে এবার পরীক্ষার কেন্দ্রের সংখ্যা অনেকটাই কমছে। এবারে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে একটি করে মেটাল ডিটেক্টরও পাঠাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এতদিন শুধুমাত্র স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করত সংসদ। এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে সংসদের তরফে। পাশাপাশি সংসদের তরফে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে একটি করে মেটাল ডিটেক্টর ও পাঠানো হবে। এছাড়াও এ বছর থেকেই উচ্চমাধ্যমিকের প্রত্যেকটি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র সংসদের তরফে পরীক্ষার ঘরেই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের সামনে পরীক্ষার প্রশ্নপত্র খোলা হবে। আলাদা করে প্রধান শিক্ষকের ঘর বা অন্য কোথাও প্রশ্ন পত্র খুলে সর্টিং করা হবে না। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ ১৮ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + fifteen =