কালীঘাট অঞ্চলে ট্রাম লাইন বুজিয়ে রাস্তা তৈরির ইস্যুতে মামলা কলকাতা হাইকোর্টে

কালীঘাট অঞ্চলে ট্রাম লাইন বুজিয়ে রাস্তা তৈরির ইস্যুতে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে ট্রাম লাইন বুজিয়ে বেআইনিভাবে রাস্তা তৈরি হচ্ছে সেই প্রশ্ন তুলে আবারও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী। মামলা দায়ের করার পাশাপাশি দ্রুত মামলার শুনানির আবেদন জানানো হয়। আদালত সূত্রে খবর, আবেদনে সায়ও দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত কলকাতা শহর থেকে ট্রাম তুলে দেওয়া হচ্ছে। এদিকে হেরিটেজের তকম পেয়েছে কলকাতা শহরের ট্রাম। এরপরই  শহর থেকে ট্রাম তুলে দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।সেই মামলা চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না। এরপরই এদিনের এই মামলায় আইনজীবী অনিন্দ্য লাহিড়ি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।

গত জুলাই মাসে ট্রাম নিয়ে একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সরকারের ট্রাম-নীতি জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। নবান্ন সূত্রের খবর, প্রশাসনের শীর্ষ পর্যায়ে আলোচনার পর শহর থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। রাজ্য সরকারের পরিবহণ দফতর হলফনামা দিয়ে ইকোর্টে ট্রাম নিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানায়। এরই মধ্যে কালীঘাটেই ট্রাম লাইন বুঝিয়ে রাস্তা নির্মাণ হচ্ছে বলে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =