কলকাতার ফিজিক্স ওয়ালাহ্‌ অফলাইনে বিদ্যাপীঠ কেন্দ্রের সাত শিক্ষার্থীর জয়েন্ট এন্ট্রান্স মেইন- ২০২৪ সেশন ওয়ানে স্কোর ৯৯ শতাংশের ওপর

কলকাতার ফিজিক্স ওয়ালাহ্‌ অফলাইনে বিদ্যাপীঠ কেন্দ্রের সাত শিক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স মেইন- ২০২৪ সেশন ওয়ানে ৯৯ শতাংশের উপরে স্কোর করেছে। কলকাতার পিডব্লিউ বিদ্যাপীঠের এই ছাত্রছাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন, অঙ্কিত সিনহা (৯৯.৮৩), স্নেহাশিস বালা (৯৯.৫৮), চিত্রক বেতাল (৯৯.২৬), আর্য দেব মুখোপাধ্যায় (৯৯.২১), সায়ন ঘোষ (৯৯.১১), অঙ্কিতা হাজরা (৯৯.১৯), ভবানী সিং শেখাওয়াত (৯৯.১৫)।

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, ভারতের শীর্ষস্থানীয় এড-টেক প্ল্যাটফর্ম ফিজিক্স ওয়ালাহ্‌, তার সামগ্রিক জেইই মেইন ২০২৪ এর ফলাফল ঘোষণা করেছে। ২,৯০০ এরও বেশি শিক্ষার্থী ৯৮ শতাংশের উপরে স্কোর করেছে, অন্যদিকে ৫০৭ জনেরও বেশি শিক্ষার্থী চিত্তাকর্ষক ৯৯.৫ শতাংশ পেয়েছে, যা এই প্ল্যাটফর্মের ইতিহাসে সর্বোচ্চ। ৯৯ পার্সেন্টাইল এর ঘরে রয়েছে ১ হাজার ১৯৪ জনেরও বেশি শিক্ষার্থী। এই সামগ্রিক ফলাফল শিখনের সমন্বিত পদ্ধতির কারণে সহজতর হয়ে উঠেছে, যেখানে অফলাইন এবং অনলাইন প্ল্যাটফর্মগুলিকে একত্রিত করে একটি বিস্তৃত শিক্ষাগত অভিজ্ঞতা পড়ুয়াদের দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে পিডব্লিউ অফলাইনের সিইও, অঙ্কিত গুপ্তা জানান, ‘আমাদের বিদ্যাপীঠ কেন্দ্রের শিক্ষার্থীরা এরকম নজরকাড়া পার্সেন্টাইল পাচ্ছে দেখে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা নিশ্চিত যে আমরা একেবারে সঠিক পথে রয়েছি। সেই সমস্ত শিক্ষকদের আমি ধন্যবাদ জানাবো যারা নিরলসভাবে সমস্ত সীমাকে ছাপিয়ে যেতে পরিশ্রম করেছেন। যে সব পড়ুয়া এতটা সাফল্য পেলেন না, মনে রাখবেন যে আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি, আমরা একসঙ্গে আরো কঠোর পরিশ্রম করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =