চড়ের জের, সন্দীপ সহ অন্য ৩ জনের মেডিক্যাল পরীক্ষা নিজাম প্যালেসেই

মঙ্গলবার সন্দীপ ঘোষকে আদালত চত্বরে সপাটে চড় মারেন এক বিক্ষোভকারী। এরপর খুব স্বাভাবিক কারণেই সন্দীপের ‘নিরাপত্তা’ নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি হয় সিবিআই। আর সেই সূত্রেই সন্দীপ ঘোষ সহ গ্রেফতার হওয়া আরও ৩ জনের মেডিক্যাল পরীক্ষা হল নিজাম প্যালেসেই। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও ঝুঁকি নিতে রাজি হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা সূত্রে খবর, বুধবার ৩ চিকিৎসকের দল আসেন নিজাম প্যালেসে। দীর্ঘ সময় ধরে মেডিক্যাল পরীক্ষা চলে গ্রেফতার হওয়া চার জনের। শেষে সন্ধ্যে নাগাদ বেরিয়ে যান চিকিৎসকরা।

প্রসঙ্গত, গত ১৬ অগাস্ট থেকে টানা ১৫ দিন সিবিআই জেরা করে সন্দীপকে। সোমবার ফের তাঁকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। সন্ধ্যায় সেখান থেকে সিবিআই আধিকারিকেরা সন্দীপকে নিয়ে যান নিজাম প্যালেসে। তার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, সন্দীপ ঘোষকে আরজি কর দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। এরপর মঙ্গলবার আদলতে নিযে যাওয়ার পথে ঘটে এমন ঘটনা।

প্রসঙ্গত, সন্দীপের বিরুদ্ধে হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগের পাশাপাশি আরও বেশ কিছু অভিযোগ উঠেছে। টেন্ডার দুর্নীতি থেকে সরকারি টাকা নয়ছয়ের অভিযোগও রয়েছে তার মধ্যে। অভিযোগ, আরজি কর মেডিক্যাল কলেজে বেশির ভাগ ‘অনিয়ম’ই হয়েছে সন্দীপ অধ্যক্ষ থাকাকালীন। গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চার তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় এক চিকিৎসক পড়ুয়ার দেহ। ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। এই আবহে আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগও উঠতে শুরু করে। তৎকালীন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে আঙুল তুলে তাঁর ইস্তফার দাবি তোলেন সেখানকার জুনিয়র ডাক্তারেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − four =