দিঘায় রথের দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন

দিঘায় জগন্নাথের মন্দির তৈরিতে ছাড়পত্র হাইকোর্টের। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, হিডকো রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতেই পারে। এতে ভুলের কিছু নেই।  আদালতের বক্তব্য, পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব রাজ্যের। তারা যে কোনও বিভাগকে দায়িত্ব দিতে পারে। এতে  কোনও সমস্যা নেই, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। প্রসঙ্গত, আগামী ৭ জুলাই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারী বক্তব্য, হিডকো শুধু রাজারহাট উন্নয়নের কাজ করতে পারে। এর বাইরের কোন জায়গায় পরিকাঠামো উন্নয়ন করার ক্ষমতা হিডকোর নেই। এই ইস্যুতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল। এদিনের শুনানিতে মামলাকারীর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম প্রশ্ন করেন, ‘রাজ্যের বিভিন্ন বিভাগ বিভিন্ন কাজ করতেই পারে। এতে ভুলের কী আছে?’

হাইকোর্টের থেকে এই ছাড়পত্র মেলার পরই আগামী সাত জুলাই দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের। তার আগে দিঘাতে চলছে উচ্ছেদ অভিযান। দিঘার সৌন্দর্যায়নের জন্য সচেষ্ট দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। বেআইনি দখল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর ওল্ড দিঘার সি-হক ঘোলা থেকে নিউ দিঘার পুলিশ হলিডে হোম ঘাট পর্যন্ত সৈকত সরণি জুড়ে অবৈধভাবে গড়ে ওঠা দোকান-পাট উচ্ছেদে অভিযান চালায় দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =