খালিস্তানি জঙ্গির মৃত্যু নিয়ে এবার কানাডাকে কড়া জবাব দিল নয়া দিল্লি। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মঙ্গলবার বিবৃতি দিল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। একইসঙ্গে কানাডা থেকে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কারের পাল্টা হিসাবে কানাডার শীর্ষ কূটনীতিককে বরখাস্ত করার পাশাপাশি ৫ দিনের মধ্যে ওই কূটনীতিককে ভারত থেকে চলে যেতে বলা হয়েছে। একইসঙ্গে এ অভিযোগও আনা হয়েছে যে, ওই কূটনীতিক ভারতের অভ্যন্তরে বেশ কিছু কাজে হস্তক্ষেপ করছিলেন। সেই সঙ্গে ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত ছিল বলে অভিযোগ। প্রসঙ্গত, কানাডার খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যা মামলার তদন্ত শুরু করে কানাডা সরকার। বিষয়টি নিয়ে কড়া বিবৃতি দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই সঙ্গে এক ভারতীয় কূটনীতিককেও বহিষ্কার করে তারা। কানাডা সরকারের অভিযোগ, ওই কূটনৈতিক তদন্তে হস্তক্ষেপ করছিলেন।
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো জানিয়েছিলেন, ‘কানাডার নিরাপত্তা সংস্থাগুলোর বিশ্বাস যে নিজ্জরকে ভারত সরকারের এজেন্টরা হত্যা করেছে।’ এদিকে নিজ্জর হত্যাকাণ্ডে ভারতীয় ষড়যন্ত্রের সম্ভাবনা খতিয়ে দেখছে কানাডার এজেন্সিগুলো। এরই প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘কানাডার প্রধানমন্ত্রী তাঁদের সংসদে দাঁড়িয়ে যে বিবৃতি দিয়েছেন, সেটা আমরা দেখেছি এবং প্রত্যাখ্যান করেছি। পাশাপাশি তাদের বিদেশমন্ত্রীর বিবৃতিও প্রত্যাখ্যান করছি। কানাডায় কোনও হিংসায় ভারত সরকারের জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত।’