ভারতের শীর্ষস্থানীয় ও বিশ্বস্ত হিরা-সোনা গহনার ব্র্যান্ড কিসনা এখন পূর্ব মেদিনীপুরের গ্রাহকদের নাগালেই। খুচরা যাত্রার নতুন অধ্যায় হিসেবে কিসনা মল্লিক জুয়েলারিতে তাদের উপস্থিতির ঘোষণা করেছে। শোরুমটিতে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সমসাময়িক ডিজাইনের হিরা, সোনা ও রূপার গহনার আকর্ষণীয় সংগ্রহ পাওয়া যাবে। এই বিশেষ অনুষ্ঠানে খুচরা অংশীদার মনোজ মল্লিক, কিসনা রাজ্য প্রধান হিমাদ্রি মুখোপাধ্যায়, বিক্রয় ব্যবস্থাপক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর কিসনা ঘনশ্যাম ধোলকিয়া জানান,’চাঁদিপুরে সূচনা আমাদের স্বপ্নের আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। আমরা আমাদের গ্রাহকদের বিশ্বস্ত, সুন্দর ও সাশ্রয়ী মূল্যের গয়না দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য ভারতের প্রতিটি কোণে কিসনার উপস্থিতি নিশ্চিত করা।’
এর পাশাপাশি ডিরেক্টর পরাগ শাহ বলেন, ‘কিসনার উদ্দেশ্য কেবল গয়না বিক্রি নয়, বরং প্রতিটি হৃদয়ে বিশ্বাসের ঝলক ও সম্পর্কের সৌন্দর্য পৌঁছে দেওয়া। চাঁদিপুরের মতো সমৃদ্ধ শহরে আমাদের উপস্থিতি সেই দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।’
এই সুরে সুর মিলিয়ে খুচরা অংশীদার মনোজ মল্লিক জানান, ‘এটি আমাদের জন্য গর্বের বিষয়। আমরা চাঁদিপুরের গ্রাহকদের চমৎকার ডিজাইন, গুণমান ও পরিষেবার অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি নিশ্চিত এই শোরুম শহরের জুয়েলারি খুচরা বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে।’ সঙ্গে তাঁরা এও জানান, এখন চাঁদিপুর ও পূর্ব মেদিনীপুরের গ্রাহকরা নিজেদের শহরেই কিসনা–এর বিশ্বমানের গহনার সংগ্রহ পাবেন – যা প্রতিটি বিশেষ মুহূর্তকে আরও উজ্জ্বল করে তুলবে।