সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় লালবাজার থেকে সব থানায় গেল নির্দেশিকা

সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের তোলপাড় বঙ্গ সমাজ। এমনই এক আবহে শহরের সমস্ত থানাকে একগুচ্ছ নির্দেশিকা পাঠালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। নগরপাল স্পষ্ট জানান, কলেজগুলির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা সহ কলেজগুলির নিরাপত্তারক্ষীদের থানার কোনও আধিকারিকদের নম্বর দিয়ে রাখতে হবে। একইসঙ্গে নগরপাল এও জানান, কসবাকাণ্ডে পুলিশ যাবতীয় পদক্ষেপ করেছে।

একইসঙ্গে কলেজগুলিতে অসামাজিক কাজকর্ম রুখতে কলকাতা পুলিশ বেশ কিছু পদক্ষেপ করছে বলেও জানান তিনি। এই প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এও জানান, ‘যে কলেজ যে থানার অন্তর্গত, সেখানকার পুলিশ আধিকারিক ওই কলেজের নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিত্যদিন যোগাযোগ রাখবেন।তিনি আরও জানান, ‘কলেজের নিরাপত্তারক্ষীরা নিজের কলেজে কোনওরকম অপরাধমূলক কাজকর্ম দেখলেই, নিকটবর্তী থানাকে দ্রুত জানাবেন।’

এখানেই শেষ নয়, এর পাশাপাশি থানাগুলি কলেজে গিয়ে একটি করে কর্মশালা করবে। সেখানে গিয়ে কলেজের পড়ুয়াদের থানার আধিকারিকরা জানাবেন, এই ধরনের অপরাধে কী ধরনের শাস্তি হতে পারে। এমনকি কলেজে যেকোনও ধরনের সামাজিক অপরাধ কী কী শাস্তিযোগ্য ধারার মধ্যে পড়ে, সেটাও পুলিশ আধিকারিকরা পড়ুয়াদের জানাবেন। এর পাশাাপাশি মনোজ ভার্মা এও জানান, কলেজের পড়াশোনার সময়সীমার শেষে, যদি কেউ জোর করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে থেকে যায় বা সেখানে ব্যক্তিগত কাজ অথবা অনৈতিক কোনও কাজকর্ম করে, তাহলে কলেজ কর্তৃপক্ষের তরফে থানাগুলিকে জানানো বাধ্যতামূলক। সেক্ষেত্রে দ্রুত পুলিশ ব্যবস্থা নেবে। এর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ক্লোজ সার্কিট ক্যামেরাগুলি সঠিকভাবে কাজ করছে কি না, থানাগুলি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রতিনিয়তই খবর নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =