ভাঙড়ে গ্রেফতার আইএসএফ নেতা ওহিদুল ইসলাম মোল্লা। পঞ্চায়েত ভোটের গণনার দিন পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সূত্রে খবর, ভাঙড় ভোগালি ২ অঞ্চল সভাপতি তিনি। কাশীপুর থানার পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত্রিবেলা দত্তপুকুর থানাকে সঙ্গে নিয়ে কাশীপুর থানার আধিকারিকেরা আইএসএফ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির বাড়িতে হানা দেয়। আগেই থেকেই পুলিশের কাছে খবর ছিল যে সেখানেই লুকিয়ে রয়েছেন অভিযুক্ত। এরপর গতকাল রাতে বিশ্বজিৎ মাইতির বাড়ি থেকে গ্রেফতার করা হয় ওহিদুল ইসলাম মোল্লাকে।
তবে এই গ্রেফতারিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি আঙুল তুলেছেন শাসকদলের দিকেই। নওশাদের বক্তব্য, ‘ওনাকে ভোটের আগে থেকেই ভয় দেখানো হত। বলা হতো মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেব। জেতার পরও হুমকি দেওয়া হয়েছে। পুলিশ একাধিকবার তার বাড়ি গিয়েছে। তল্লাশির নামে লণ্ডভণ্ড করা হয়েছে। ওঁনাকে অনৈতিকভাবে গ্রেফতার করেছে। এটা শুরু থেকেই হয়েছে।’
অপরদিকে, তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানান, ‘ওহিদুল সমাজ বিরোধী। ভাঙড়ে বোমা-গুলির সাপ্লাই করেন। আমি পুলিশকে ধন্যবাদ জানাই ওনাকে গ্রেফতার করার জন্য। ভাঙড়কে উত্তপ্ত করার পিছনে বিশ্বজিৎ অনেক বক্তৃতা দিয়েছেন। ভাঙড়ে অশান্তির পিছনে ওঁনারাই রয়েছেন।’