লোকসভার ১৪ আসনে প্রার্থী দিতে চায় আইএসএফ

২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলার ২০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে। এরপর রবিবারের ব্রিগেডের সভা থেকে ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তবে বাম-কংগ্রেস বা আইএসএফ-এর তরফ থেকে এখনও কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

এরপরই প্রশ্ন উঠছে একুশের মতো জোটের পুনরাবৃত্তি হতে চলেছে কি না তা নিয়েই। কারণ, উলুবেড়িয়ায় এক সভায় বামফ্রন্ট চেয়াম্যান বিমান বসু অবশ্য জানিয়েছিলেন, কংগ্রেসের সঙ্গে তাঁদের জোট প্রসঙ্গ এখনও চূড়ান্ত নয়। এদিকে সম্প্রতি আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম-এর সদর দফতরে বিমান বসুর সঙ্গে বৈঠক করেন আইএসএফ-এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি। সূত্রের খবর, জোট নিয়ে সমঝোতা চেয়ে ইতিমধ্যেই ময়দানে নেমেছে আইএসএফ-ও। শুধু তাই নয়, নওশাদ সিদ্দিকির দল ৪২টির মধ্যে ১৪ থেকে ১৫টি আসনের জন্য আর্জি জানিয়েছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার, বারাসত, বসিরহাট, উলুবেড়িয়া, বালুরঘাট, মুর্শিদাবাদ, মালদার মতো কেন্দ্রগুলি। মূলত সংখ্যালঘু অধ্যুষিত লোকসভাগুলিকেই পাখির চোখ করে এগোতে চাইছে আইএসএফ, এমনটাই মনে করা হচ্ছে এমনটাই।

এদিকে আইএসএফ-এর তরফ থেকে এতগুলো আসন দাবি করার পর এই নিয়ে চর্চা শুরু হয়েছে আলিমুদ্দিনেও। সূত্রের খবর, শরিকদের সঙ্গে আলোচনা করছে সিপিআইএমও। এদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি জানান, ‘আমরা কোথায় কোথায় প্রার্থী দিতে ইচ্ছুক তাও সিপরিআইএমকে জানানো হয়েছে। জোটের স্বার্থে কোথায় কোথায় প্রার্থী দেব সেই তালিকেও জানানো হয়েছে।’ সঙ্গে নওশাদের সংযোজন, ‘জোটের স্বার্থে আমরা সমঝোতায় যেতে রাজি। অপর পক্ষও এগিয়ে আসবে বলে আশা করছি। ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়ব।’

এদিকে আইএসএফ সূত্রে এও খবর মিলছে, নওশাদ নাকি নিজে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী হতে চেয়েছেন। এই বিষয়ে অবশ্য রাখঢাক করেননি নওশাদ নিজেও। তিনি বলেন, ‘আমি প্রস্তাব রেখেছি। সবপক্ষ ভাবনা চিন্তা করে দেখছে।’ এদিকে কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে বিমান বসু বলেন, ‘কংগ্রেসের সঙ্গে আমাদের জোট নিয়ে কোনও কিছু চূড়ান্ত হয়নি। আর সেই কারণে এই নিয়ে কিছু বলতে পারছি না। ওরা কী করবে তা এখনও জানায়নি।’

এদিকে এই প্রসঙ্গে বাম নেতা রবীন দেব বলেন, ‘ওরা ওদের দলের পক্ষ থেকে আসন চেয়েছে। বামফ্রন্টের এতগুলি শরিক দল রয়েছে। আলাদা করে আলোচনা হয়েছে। সামগ্রিক আলোচনা হবে। তাঁরা যদি মূল উদ্দেশ্যে স্থির থাকেন সেক্ষেত্রে আশা করি সমস্ত পক্ষের সিদ্ধান্তকে সম্মতি জানাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 17 =