জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবার তার বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল জিতেন্দ্র তিওয়ারিকে। জিতেন্দ্র তিওয়ারি জানান, ‘এর আগেও অনেক অভিযোগ ওঁরা এনেছেন। যাঁরা অভিযোগ এনেছেন আমাদের আইন মোতাবেক প্রমাণ করার দায়িত্ব তাঁদের। খাম বলতে তৃণমূল কংগ্রেস পয়সার কথা ভাবে। তাঁরা কোন খামের কথা বলছে জানি না। টাকা পয়সার লেনদেন, এই সমস্ত কাজে তাঁরাই অভ্যস্ত। ওরা এই সমস্ত কাজেই ব্যস্ত থাকে। যাঁরা অভিযোগ আনছে আমাদের দেশের আইন মোতাবেক সেই অভিযোগ প্রমাণ করার দায়িত্ব তাঁদের।’ এদিকে রবিবারের সাংবাদিক বৈঠকে একটি রেজিস্ট্রার সামনে রেখে সেখানে লেখা যে ঠিকানা পড়ে শোনান কুণাল ঘোষ, তা জিতেন্দ্র তিওয়ারির মেয়ের বাড়ির ঠিকানা বলেও দাবি করেন তিনি। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘আমি আমার নাম কোথাও লিখেছি তা প্রমাণ করে দেখাক। তৃণমূল কংগ্রেস কোনওদিন বলবে বিজেপির লোকরা ভালো? রোজ একটা করে অভিযোগ আনলে আমার পক্ষে তো তা সত্যি কি মিথ্যা প্রমাণ করা সম্ভব নয়!’ অর্থাৎ জিতেন্দ্রর এই বক্তব্য থেকে স্পষ্ট যে কুণাল ঘোষ তথা তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন তিনি। উল্লেখ্য, জিতেন্দ্র তিওয়ারি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে যোগদান করেছিলেন বিজেপিতে। আসানসোলের প্রাক্তন মেয়রের বিজেপিতে যোগদান নিয়ে বিস্তর সরগরম হয়েছিল রাজ্য রাজনৈতিক মহল। এরপর গেরুয়া শিবিরের টিকিটে তিনি ভোটে লড়লেও শেষমেশ জয়ী হতে পারেননি। এদিকে এখনও পর্যন্ত আসানসোল লোকসভা কেন্দ্রে কাকে প্রার্থী করবে বিজেপি, তাও স্পষ্ট নয়। এর আগে ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী করা হলেও তিনি শেষ পর্যন্ত লড়াই করতে চাননি। এই প্রসঙ্গেই নাম উঠে আসছিল জিতেন্দ্র তিওয়ারির। কয়েকটি জায়গায় দেওয়াল লিখনের ছবিও সামনে আসে। যদিও উচ্চ নেতৃত্বের নজরে গোটা বিষয়টি আসায় তড়িঘড়ি তা মুছে দেওয়া হয়। এরই মধ্যে জিতেন্দ্র তিওয়ারির নামে নয়া অভিযোগ তুলল তৃণমূল। এবার লোকসভার প্রার্থী হওয়ার ক্ষেত্রে এই অভিযোগই অন্তরায় হয়ে ওঠে কি না সেটাই দেখার।