পথদুর্ঘটনায় প্রাণ গেল তথ্যপ্রযুক্তি কর্মীর

শনিবারের সাত সকালে ওয়েবেল মোড়ে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রাণ গেল এক তথ্য প্রযুক্তি কর্মীর। মৃতের নাম রজনী মাহাতো। সূত্রে খবর, এদিন সকাল ১০টা নাগাদ সাঁতরাগাছি থেকে বারাসাত রুটে একটি ওয়েবেল মোড়ের কাছ দিয়ে যাওয়ার পথে ২৫ বছরের এক যুবতীকে পিছন থেকে ধাক্কা মারে। শুধু তাই নয়, বাসের চাকা ওই যুবতীর মাথা পিষে দেয়।   দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও অন্যান্য পথচারীরা। দ্রুত রজনী মাহাতো নামে ওই যুবতীকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি।ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণের জন্য তীব্র যানজটেরও সৃষ্টি হয়।  স্থানীয় সূত্রে রজনীর বাড়ি ধাপা মাঠপুকুরে। ইতিমধ্যেই দুর্ঘটনার খবর পাঠানো হয় তাঁর পরিবারের কাছেও। এরপর হাসপাতালে আসেন রজনীর পরিবারের সদস্যরা।  ইতিমধ্যেই ঘাতক বাস এবং বাসের চালককে আটক করে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + three =