যাদবপুরে শ্লীলতাহানি, অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই ছাত্র

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। বছর দেড়েক আগে হস্টেলের বারান্দা থেকে পড়ে এক প্রথমবর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়েছিল যাদবপুর। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই যাদবপুরেই এবার সামনে এল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই তৃতীয় বর্ষের এক পড়ুয়া। এদিকে, ওই ছাত্রীর অভিযোগ, অভ্যন্তরীণ তদন্ত কমিটিতে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসেন ছাত্রীরা। এর পাশাপাশি স্নাতকোত্তরের ওই ছাত্রী সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজ শেয়ার করে ওই ছাত্রের বিরুদ্ধে সরব হন। অভিযুক্ত বাম ছাত্র সংগঠন এসএফআই-এর সদস্য বলে অভিযোগ। তারপরই এসএফআইয়ের তরফে জানানো হয়, ওই ছাত্রকে ২৮ জানুয়ারি তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এর পাশাপাশি ওই ছাত্রী জানান, অভ‍্যন্তরীণ তদন্ত কমিটির কাছে অভিযোগ জানানো হয়। কিন্তু, ওই কমিটি কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তারপরই ৫ দফা দাবিতে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসেন বেশ কয়েকজন পড়ুয়া। তাঁদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে অবস্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 12 =