জেএসডাব্লু গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দালকে ১৫ তম এআইএমএ ম্যানেজিং ইন্ডিয়া অ্যাওয়ার্ডে জেএসডাব্লু গ্রুপকে বিশ্বব্যাপী গোষ্ঠীতে প্রসারিত করার ক্ষেত্রে তাঁর রূপান্তরকারী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ‘দশকের সেরা ব্যবসায়িক নেতা’ সম্মানে ভূষিত করা হয়েছে, ।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বাণিজ্য ও শিল্প, বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদের উপস্থিতিতে আজ এক অনুষ্ঠানে জিন্দালকে এই পুরস্কার প্রদান করা হয়। এদিনে্র এই অনুষ্ঠানে এই উদ্ধৃতি পাঠ করেন কেপিএমজি ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়েজদি নাগপোরেওয়ালা।
এই প্রসঙ্গে বলতেই হয়, জিন্দালের নেতৃত্বে, জে. এস. ডব্লিউ গ্রুপ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে, তার আয় দ্বিগুণেরও বেশি ২৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তাঁর কৌশলগত দৃষ্টিভঙ্গি জেএসডাব্লু-কে তার বার্ষিক ইস্পাত উৎপাদন ক্ষমতা প্রায় তিনগুণ বাড়িয়ে ৩৯ মিলিয়ন টন করেছে। এর পাশাপাশি গ্রুপটিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সিমেন্ট উৎপাদনে একটি প্রধান শক্তি হিসাবেও প্রতিষ্ঠিত করেছে।
এই পুরস্কারটি ভারতের পরিকাঠামো আধুনিকীকরণের উদ্যোগের সঙ্গে জে. এস. ডব্লিউ গ্রুপকে যুক্ত করার ক্ষেত্রে জিন্দালের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেয়। তাঁর নেতৃত্বে, জেএসডাব্লু ভারতের বন্দর খাতে দ্বিতীয় বৃহত্তম সংস্থা হিসাবে পরিগণিত হয়েছে, পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বৈদ্যুতিক যানবাহন এবং সামরিক ড্রোন সহ ভবিষ্যত-কেন্দ্রিক ক্ষেত্রেও উদ্যোগ নিয়েছে।
অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (এআইএমএ) ম্যানেজিং ইন্ডিয়া অ্যাওয়ার্ডস ভারতের ব্যবসায়িক ক্ষেত্রে অসামান্য অবদানকে উদযাপন করে। এই অনুষ্ঠানে বিশিষ্ট পুরস্কার বিজেতা, শিল্প জগতের নেতৃবৃন্দ এবং আইআইএমএ-র আধিকারিকরা উপস্থিত ছিলেন।