দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ যুবকের, প্রাণ বাঁচালেন মৎস্যজীবী আর রিভার ট্র্যাফিকের সদস্যরা

স্কুটার চালিয়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাচ্ছিলেন এক যুবক। এরপরই স্কুটার থামিয়ে রেলিং থেকে সোজা গঙ্গায় ঝাঁপ দেন তিনি। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ। এর পাশাপাশি এই ঘটনা নজরে আসতে তাঁকে বাঁচান গঙ্গায় মাছ ধরতে থাকা জেলেরা এবং রিভার ট্রাফিক পুলিশের সদস্যরা। এরপরই তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।

ঘটনাটি ঘটে শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ। দ্বিতীয় হুগলি সেতুতে তখন চরম ব্যস্ততা। একের পর এক গাড়ির যাতায়াত। এমন সময়েই এই ঘটনার সাক্ষী হন মানুষজন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক বাইক নিয়ে আসছিলেন। বাইক দাঁড় করিয়ে হঠাৎ সেতুর উপর উঠে পড়েন তিনি। তারপর গঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পাওয়ার পর কলকাতা পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। তারপর তাঁরা গঙ্গা থেকে এসে উদ্ধার করে ওই ব্যক্তিকে। দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। বাইকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতার হেস্টিং থানায়।

এদিকে এই ঘটনা নজরে আসতে দ্বিতীয় হুগলি সেতুতে ট্রাফিক প্রায় থমকে যায়। ঘটনার খবর পেয়ে সোজা সেখানে যায় রিভার ট্র্যাফিক পুলিশ। গঙ্গার জেলেদের কাছ থেকে উদ্ধার করেন ওই যুবককে। অচৈতন্য অবস্থায় উদ্ধারের পর তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। যুবকের আনুমানিক বয়স ৪০ বছর বলেই জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে আসল বিষয়টি জানার চেষ্টা করছে।

উল্লেখ্য, দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে ঝাঁপ মারার ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার দ্বিতীয় হুগলি সেতু থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 13 =