কোভিড-১৯-এর পর থেকে অনেকটাই বদলে গেছে আমাদের প্রাত্যহিক জীবনের কাজের পদ্ধতি। ডিজিটালাইজেশন আমাদের রোজকার জীবনের অপরিহার্য এক অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বড় থেকে ছোট সব ব্যবসাই তদের উপস্থিতি আরও বেশ জোর দিচ্ছে অনলাইনের ওপর। এমনই এক প্রেক্ষিতে ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতাতেও রয়েছে একই ট্রেন্ড। দ্রুত ডিজিটালাইজেশনকে আপন করে নিচ্ছে শহরহবাসী। ফলে ডিজিটালাইজেশন ব্যবসার বৃদ্ধির মূল চালিকাশক্তি হয়ে দাঁড়াচ্ছে। ডিজিটালাইজশেনকে মানুষের কাছে পৌঁছে দিয়ে ব্যবাসাকে আরও সফল করতে সাহায্য করছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোও। এরকমই এক এক ডিজিটাল সলিউশন প্রদানকারী এবং নামকরা সার্চ ইঞ্জিন হল জাস্ট ডায়াল। যা বিভিন্ন পরিষেবার মধ্যে দিয়ে যে কোনও ব্যবসাতে সাম্ভাব্য ক্রেতাদের সঙ্গে ব্যবসার এক মসূণ এবং সদর্থক সেতুবন্ধন ঘটাচ্ছে। কারণ, যেসব মানুষ অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট এবং পরিষেবা খোঁজেন, জাস্টডায়াল সেখানে সাহায্য করে যে ব্যবসাগুলোকে মানুষে চাইছে তা তাঁদের চোখে পড়তে।
এই প্রসঙ্গে বহুদিন ধরে জাস্ট ডায়ালের সঙ্গে কাজ করা মনোহর রেডিওজের প্রেম রোহিরা জানান, এই প্ল্যাটফর্মকে সকলের উপযোগী মনে করেন। প্রেম বললেন ‘এর কনভার্সেশন রেশিও অন্য যে কোনও মিডিয়ার চেয়ে বেশি। ফলে আমাদের ডিজিটাল উপস্থিতি বিরাট বেড়ে গেছে।’ ফলে এখান থেকেই স্পষ্ট যে ,কোনও ব্যবসার আওতা বৃদ্ধি করতে জাস্ট ডায়াল ঠিক কতটা কার্যকরী।