লোন আর ক্রেডিট কার্ডের ফোনে বিরক্ত বিচারপতিও

লোন আর ক্রেডিট কার্ডের ফোনে বিরক্ত খোদ বিচারপতিও। মঙ্গলবার ভরা এজলাসে এই বিরক্তির কথা জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। একটি মামলার শুনানির মধ্যে রাজ্যের কৌঁশলিকে বিচারপতি মান্থা জানান, ‘প্রতিদিন সকাল থেকে সাত-আটবার করে দু’টো ব্যাঙ্কের নামে ফোন করা হচ্ছে। এটা রীতিমতো হেনস্থার পর্যায় পৌঁছেছে। দয়া করে একটা কিছু করুন।’ আর এই সময় কোর্টরুমে ভর্তি আইনজীবী। অনেকেই সায় দিয়ে বলেন, তাঁরাও বিরক্ত। একই ধরনের ঘটনা তাঁদের সঙ্গেও ঘটছে।

এরপরই বিচারপতি মান্থা বলেন, ‘এইভাবে ব্যাঙ্কের লোন ও ক্রেডিট কার্ড বলে রোজ ফোন করছে। হেনস্থা হচ্ছি। এমনকী নম্বর ব্লক করলে অন্য কোনও নম্বর থেকে সেই একই ভাবে কল আসছে। আবার কোনও কোনও নম্বর আইডেন্টিফাই পর্যন্ত করা যাচ্ছে না। এইভাবে গত সপ্তাহ দুয়েক ধরে ফোনের জ্বালায় চরম নাজেহাল হচ্ছি।’ সাধারণত বিচারপতিদের কাছে সকলে নালিশ করতে আসেন। বিচারপতির নালিশে এবার প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 7 =