দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি গ্রেফতার হয়েছেন আর্থিক দুর্নীতি মামলায়। স্কুল তহবিলের কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে হেয়ার স্ট্রিটের আর এন মুখার্জি রোড থেকে ট্রাস্টি বোর্ডের প্রভাবশালী সদস্য কৃষ্ণ দামানিকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, নামী এই স্কুলের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে প্রায় ১০ কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে দামানির বিরুদ্ধে। এছাড়াও শিক্ষকদের বেতন সহ অন্যান্য খাতে আর প্রায় ১০ কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে। এবার এই ঘটনায় এবার উঠল পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ। সেই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন জানান অভিযুক্তের আইনজীবী সিদ্ধার্থ লুথরা। এদিকে মঙ্গলবার আদালত সূত্রে খবর, এই মামলার শুনানি আপাতত হচ্ছে না। কারণ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে বিচারপতি সেনগুপ্ত এই মামলা থেকে সরে দাঁঢ়ানোর কারণ হিসেবে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশিঅন্য কোনও বেঞ্চে আবেদন করার পরামর্শও দিতে দেখা গেছে তাঁকে।
প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে স্কুলের আর্থিক বেনিয়মের বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন সংশ্লিষ্ট স্কুলেরই ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ইন্দ্রনীল চৌধুরী। তিনিই দামানির বিরুদ্ধে তিনটি আর্থিক বর্ষে স্কুল ফান্ডের টাকা তছরুপের অভিযোগ আনেন। পুলিশ অনুমান করছে, দুর্নীতির পরিমাণ ২০ কোটির বেশি হতে পারে। এরপর গত শুক্রবার দামানির জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। কৃষ্ণ দামানিকে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। অন্যদিকে, হেয়ার স্ট্রিট থানার গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে সওয়াল করেন ধৃতের আইনজীবী। ‘ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ’ করার জন্য আর্থিক তছরুপের অভিযোগ করা হচ্ছে, দাবি করেন তিনি। এরপরই পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ আনা হয়।