পার্থ রায়
রাজারহাট এলাকায় হিডকোর জমি দখল করে অবৈধভাবে নির্মাণ চলছিল বিজেপি এবং সিপিএমের চারটি পার্টি অফিসের। এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অবিলম্বে সেই নির্মাণ বন্ধের নির্দেশ দিলেন। সূত্রে খবর, এই চারটির মধ্যে তিনটি সিপিআইএম এর অফিস এবং একটি বিজেপির অফিস। প্রসঙ্গত, কিছুদিন আগে বিচারপতির রোষে পড়েছিল তৃণমূলও। হিডকোর জমিতে রাজ্যের শাসকদলের তিনটি কার্যালয় ভাঙার নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার এই মামলায় বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, নির্মীয়মাণ পার্টি অফিস ভেঙে ফেলার সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে। রাজারহাট নিউটাউন এলাকায় হিডকো, সেচ দফতর এবং পিডব্লুডির জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ আসছিল বেশ কিছুদিন ধরেই। হাইকোর্টে হিডকোর তরফে আবেদন করে বলা হয়েছিল, তাদের জমিতে ৩৫টি অবৈধ নির্মাণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এই অভিযোগে স্পষ্টতই বিরক্ত বিচারপতি সিনহা এদিন এও জিজ্ঞাসা করেন, কেন নিজেদের সম্পত্তি তারা রক্ষা করতে পারছে না। এর পাশাপাশি অবৈধ নির্মাণ আটকাতে হিডকোর কোনও নির্দিষ্ট আইন আছে কি না তাও জানতে চান বিচারপতি।