‘মা’ রিলিজের আগে দক্ষিণেশ্বরে পুজো কাজলের

Featured Video Play Icon
আগামী ২৭ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে কাজল অভিনীত ‘মা’। বিশাল ফুরিয়া পরিচালিত এই ছবিতে কাজল ছাড়া অভিনয় করবেন রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, গোপাল সিং, জিতিন গুলাটি সহ আরও অনেকেই। অজয় দেবগণ এবং জ্যোতি দেশপান্ডের প্রযোজনায় তৈরি এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন কাজল। ভালো এবং মন্দের মধ্যে চলতে থাকা যুদ্ধের এক অন্য কাহিনী তুলে ধরা হবে এই সিনেমার মাধ্যমে। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু এবং বাংলা ভাষায় মুক্তি পাবে। রহস্য-রোমাঞ্চে মোড়া ভৌতিক ছবি। পৌরাণিক কাহিনি ভিত্তিক এই সিনেমার মোশন পোস্টার ইতিমধ্যেই গায়ে কাঁটা ধরিয়েছে। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু মোট চার ভাষায় আগামী ২৭ জুন মুক্তি পাবে কাজলের ছবি।
ছবি মুক্তির আগেই ছবির সাফল্য কামনায় দক্ষিণেশ্বরের কালীমন্দিরে মাকে পুজো দিতে আসেন কাজল। এই পুজো দেওয়ার জন্য বৃহস্পতিবার সাতসকালে দক্ষিণেশ্বরে পৌঁছে যান কাজল। পিচ রঙের একটি শাড়ি আর মানানসই জড়োয়ার কানপাশা। সঙ্গে হালকা মেকআপ আর লিপস্টিক। তাতেই যেন লাবণ্যময়ী বঙ্গকন্যা।  মায়ের কাছে পুজো দেন তিনি। কাজলকে দেখতে দক্ষিণেশ্বর মন্দির চত্বর ভরে যায় অনুরাগীর ভিড়ে।
পুজো দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে কাজল বলেন,‘আমার কলকাতায় আসতে বেশ ভালো লাগে। মা কালীর উপর আমার গভীর বিশ্বাস। মনে হয় যেন বাপের বাড়িতে এসেছি। তাই ছবির প্রমোশন শুরু হওয়ার আগে মায়ের আশীর্বাদ নিতে এসেছি। আমার বিশ্বাস, মা আমার সঙ্গে থাকবেন।’
প্রসঙ্গত, ২০২৪ সালে কলকাতা এবং শান্তিনিকেতনে এসে নতুন হিন্দি সিনেমা ‘মা’য়ের শুটিং করেছিলেন কাজল। সেই সময়ও আউশগ্রাম থেকে শুটিং সেরে ফিরে মা তনুজা এবং ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিলেন মুম্বইয়ের মুখোপাধ্য়ায় পরিবারের স্টার-কন্যা। আর এবার সেই সিনেমার প্রচারও শুরু করলেন কলকাতা থেকেই। একেই হয়তো বলে শিকড়ের টান!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 12 =