শনিবার সকালে ভিজল কলকাতা সহ শহরতলি

পশ্চিমী ঝঞ্জায় মুখ থুবড়ে পড়ল শীত। শুক্রবারই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল এবার বাংলা ছাড়ার মুখে শীত। এরই মাঝে ফেব্রুয়ারির প্রথম দিন তিলোত্তমাবাসীর ঘুম ভাঙল বৃষ্টি দিয়ে। সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দেখা মিলল বৃষ্টির। বৃষ্টির জেরে শহরের নানা প্রান্তে যানজটও দেখা যায়। তবে এক বৃষ্টিতে রক্ষা নেই, সকাল থেকেই গোটা রাজ্যে চলছে কুয়াশার দাপটও।

কলকাতা তো বটেই, আশপাশের সব জেলাতে সকাল থেকেই ঘন কুয়াশা দেখা যায়। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারেরও নিচে নেমে যায়। কিছু জেলায় তো আবার ৫০ মিটারের মধ্যে। তাতেও যান চলাচলে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে তাপমাত্রার গ্রাফ বিগত দু’দিন ধরেই উর্ধ্বমুখী। সরস্বতী পুজো পর্যন্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার গ্রাফ স্বাভাবিকের উপরেই থাকবে বলে মনে করা হচ্ছে।

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস।  সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাওয়া অফিস বলছে, বর্তমানে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২১ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বেলার দিকে বৃষ্টি খুব বেশি না হলেও দিনভরই মেঘলা আকাশের দেখা মিলবে। মোটের উপর আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া একই রকম থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 3 =