জমে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলা

শুরু হয়ে গেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তবে বইমেলার একটা বড় আকর্ষণ অবশ্যই লিটল ম্যাগাজিন। সে ব্যাপারে বর্তমান প্রজন্ম একটু উদাসীন বললে বোধহয় ভুল বলা হবে না। তবে এবারের বইমেলার নজর কাড়া বিষয় হল, লিটল ম্যাগাজিন সহ ছোট, মাঝারি ও বড় প্রকাশকদের স্টল ও টেবিল সব মিলিয়ে প্রায় ১০০০-এর মতো। এছাডা়ও নজর কাড়াবে সিনিয়র সিটিজেন দিবস ‘চিরতরুণ’। যা উদযাপিত হবে ২৪ জানুয়ারি। ফি-বছরের মতো এবারও লেখক, প্রকাশক ও পাঠককে নিয়ে থাকবে আলোচনা সভা। এবারের বইমেলায় ৯টি গেটের মধ্যে নজর কাড়ছে লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে হওয়া গেট। এছাড়াও একটি গেট হয়েছে বেথুন স্কুলের ১৭৫ বছর উপলক্ষে সেই স্কুলের আদলে। আছে বিশ্ববাংলা গেট এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও লোরকার ১২৫তম জন্মবর্ষ উদযাপনে তাঁদের স্মরণে গেট। সমরেশ মজুমদার এবং এ এস বায়াটের নামে হয়েছে বইমেলার দুটি হল। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন সন্দীপ দত্তের নামে। ছোটদের প্যাভিলিয়ন হবে ষষ্ঠীপদ চট্টোপ্যাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দাদের নিয়ে। রয়েছে এইচ ডি এফ সি আর্গো প্রেস কর্নার। নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সমরেশ বসুর জন্মশতবর্ষ স্মরণে তাঁদের নামে থাকছে দুটি মুক্তমঞ্চ। সব মিলিয়ে জমে উঠেছে ২০২৪-এর কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এদিকেএই বইমেলায় পরিবহণ দপ্তর দিচ্ছে অতিরিক্ত বাস পরিষেবা। মূল বাস স্টপেজের তালিকায় থাকছে শিয়ালদহ, হাওড়া স্টেশন, পর্ণশ্রী, শকুন্তলা পার্ক, ঠাকুরপুকুর, গড়িয়া, কামালগাজি, টালিগঞ্জ মেট্রো, বারাসত, বালি হল্ট, বারুইপুর, ব্যারাকপুর, যাদবপুর, সাঁতরাগাছি, উল্টোডাঙা, রথতলা, বেলগাছিয়া, ডানকুনি। থাকছে শিয়ালদহ স্টেশন থেকে বিশেষ মেট্রো পরিষেবা। বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনাক্রমে অটো ভাড়া নির্ধারিত হচ্ছে। বইমেলার হেলথ পার্টনার পিয়ারলেস হসপিটেক্স হসপিটাল ও রিসার্চ সেন্টার লিমিটেড। সিইএসসি-র সহায়তায় থাকছে বইমেলার অ্যান্ড্রয়েড অ্যাপ। মেঘবেলা ব্রডব্যান্ড এক্সক্লুসিভ ব্রডব্যান্ড পার্টনার। বইমেলার হসপিটালিটি পার্টনার নোভোটেল হোটেল। সরাসরি ও যৌথভাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে প্রায় ২০টি দেশ। এই তালিকায় রয়েছে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, স্পেন, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, ডমিনিকান রিপাব্লিক, গুয়াতেমালা, কোন্তারিকা, থাইল্যান্ড। অন্যদিকে এবারে নতুন রূপে সেজে উঠতে চলেছে বাংলাদেশ প্যাভিলিয়ন। সেখানে থাকছে বাংলাদেশের প্রায় ৫০টি নামজাদা প্রকাশনা সংস্থা। তবে শুধু বিদেশি প্রকাশনা সংস্থা নয়, জোর দেওয়া হচ্ছে দেশীয় প্রকাশনা সংস্থার উপরেও। এবারের কলকাতা বইমেলাতে থাকছে দেশের প্রায় সব রাজ্যেরই প্রকাশনা সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 8 =