মধুসূদনের বাড়ি ভাঙা আটকাতে হাইকোর্টের দ্বারস্থ কলকাতা পুরসভা

বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ কবি মাইকেল মধুসূদন দত্ত। খাস কলকাতায় তাঁরই বাড়ি এবার ধ্বংসের মুখে। এদিকে খবর মিলছে বাড়ি ভেঙে তৈরি হতে পারে বহুতল। বিষয়টি জানাজানি হতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুরসভা।

১৮৭৩ সালের ২৯ জুন মৃত্যু হয় মাইকেল মধুসূদন দত্তের। আর কলকাতা পুরসভা তৈরি হয়েছে ১৮৭৬ সালে। কলকাতা পুরসভার রেকর্ড অনুযায়ী, বর্তমানের ৭৭ নম্বর ওয়ার্ড ছিল সেই সময় গার্ডেনরিচ পুরএলাকা ভিতরে। এরপর সময়ের তালে ঘটে গেছে নানা ঘটনা। ধীরে-ধীরে আয়তনও বেড়েছে কলকাতা পুরসভার।বর্তমানে ১৪৪টি ওয়ার্ড রয়ছে পুরসভার অধীনে।

এদিকে সমস্যা অন্য জায়গায়। এত বছর পর পুরসভার কাছে এমন কোনও পর্যাপ্ত নথি নেই যা প্রমাণ করে ২০বি কার্ল মার্ক্স সরণির এই দোতলা বাড়ি কবি মধুসূদনের। তবে এটা জানা যায়, জীবনের শেষ কয়েকটা বছর কাটিয়েছিলেন মাইকেল মধুসূদন। এবার সেই বাড়ি ভাঙতে চলেছে বেসরকারি এক সংস্থা। সেই জায়গায় তৈরি হতে পারে বহুতল। এবার তা আটকাতেই এবার হেরিটেজের তথ্য জোগাড় করে বাড়ি ভাঙা আটকাতে কলকাতা পুরসভা দ্বারস্থ হতে চলেছে হাইকোর্টের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 17 =