ঘূর্ণিঝড়কে মোকাবিলা করার জন্য প্রস্তুত কলকাতা পুরসভা, জানালেন মেয়র ফিরহাদ

আমফান তছনছ করেছে কলকাতাকে। রেমেল নিয়েও কড়া সতর্কতা হাওয়া অফিসের। কলকাতাতে ঝড় হতে পারে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিমি বেগে। অর্থাৎ তছনছের সম্ভাবনা প্রবল। তবে কলকাতা পুরনিগম, কলকাতা পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর সকলে প্রস্তুত। এদিকে এই ঘূর্ণঝড় নিয়ে কপালে ভাঁজ খোদ কলকাতার মেয়রের। আসন্ন এই প্রাকৃতিক এই দুর্যোগ নিয়ে  রবিবার সাংবাদিক সম্মেলন করে ফিরহাদ জানান, ‘আমরা সকলে দুশ্চিন্তায় আছি। এই ঝড় কলকাতা ছুঁয়ে যাবে। আবহাওয়া অফিসের সঙ্গে এখন যা কথা হয়েছে তাতে ৬০ থেকে ৮০ কিমি বেগে যাবে ঝড়।’ এর পাশাপাশি মেয়র ফিরহাদ এও জানান, সকলস্তরের ডিজির সঙ্গে বৈঠক করেছেন তিনি। ১৩ হাজার স্থায়ী কর্মী, ৩৩৮ জন ড্রেনেজের কাজে কর্মী তৈরি। প্রায় ১৫ হাজার কর্মী রাস্তায় নামানো হয়েছে এই দুর্যোগ মোকাবিলার জন্য। সঙ্গে এও জানান, ‘রাত ২টোর আগে গঙ্গায় জল ছাড়া যাবে না। লকগেট বন্ধ করে দিতে হবে। প্রায় ৪৮০ টি পাম্প তৈরি রয়েছে।’ তবে ৪-৫ ঘণ্টা জল জমার যে সম্ভাবনা রয়েছে সে ইঙ্গিতও দিয়ে রেখেছেন মেয়র। জেসিবি থাকছে ৭টি। এছাড়াও নামানো হচ্ছে ক্রেন। বড় গাছ পড়লে সেগুলো দ্রুত সরানোর জন্য থাকছে বড় ক্রেনও। আমফান থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় যেমন চেতলা পার্ক স্ট্রিট, সাদার্ন এভিনিউয়ের মতো জায়গায় রাখা থাকছে ক্রেন। আজ ২২টি প্যাম্প সবসময়ের জন্য চলবে। মূলত যেসব জায়গায় জল জমে সেসব জায়গায় এই নিকাশি পাম্প চালানোর কথা।

ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলায় কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের আধিকারিকরা বিভিন্ন বিপজ্জনক বহুতলগুলি থেকে মানুষজনকে সরাচ্ছেন। আদর্শ হিন্দু বিদ্যালয়ে রাখা হচ্ছে তাঁদের। সমস্ত বরো মিলিয়ে একাধিক ক্যাম্প রয়েছে। ফিরহাদ জানান, প্রত্যেক বরোতে ২টি করে স্কুল নেওয়া হয়েছে মানুষ রাখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 11 =