রাখি বন্ধন উৎসবে অংশ নিলেন কলকাতা পুলিশ কমিশনার

রাখি বন্ধনে রাখি পরিয়ে শহরবাসীকে সারা বছর সুরক্ষা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হল কলকাতা পুলিশ। এবারও শহরের প্রতিটি থানা ও ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নিজেদের এলাকার সাধারণ মানুষের হাতে রাখি বেঁধে তাঁদের রক্ষা করার বার্তা দিল লালবাজার। এদিন ধর্মতলায় মেট্রো চ্যানেলে কলকাতা পুলিশের উদ্যোগে রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ছিলেন অন্যান্য আধিকারিকরাও।

এদিনের এই অনুষ্ঠানে ধর্মতলায় স্কুল পড়ুয়া ও পথচলতি সাধারণ মানুষদের রাখি পরিয়ে উৎসব পালন করেন। অনুষ্ঠানে অংশ নিয়ে কলকাতা পুলিশ কমিশনার বার্তা দেন, ‘গত কয়েক বছরে শহরের ক্রাইম রেট কমিয়ে আনা হয়েছে। আমরা শহরবাসীকে নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। তাই রাখি বেঁধে আমার প্রতিজ্ঞা করছি সারা বছর শহরবাসীকে সুরক্ষা দেওয়ার কাজ করবে কলকাতা পুলিশ।’ একইসঙ্গে কলকাতা পুলিশ কমিশনারের দাবি, দেশের অন্য মেট্রোপলিটন শহরের থেকে কলকাতা অনেক নিরাপদ। একইভাবে ট্রাফিক ব্যবস্থাও যথেষ্ট ভাল করা হয়েছে। একইসঙ্গে তিনি এও জানান,, শহরবাসীর যে কোনও বিপদে কলকাতা পুলিশের সাহায্য চাইলে পুলিশ এগিয়ে আসে এবং ভবিষ‍্যতেও আসবে। ১০০ ডায়াল করলেই পুলিশকে সব জানানো যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − five =