জামিনের আবেদন খারিজ কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়ের

কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে গেল কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়ের। এদিন কৌস্তুভের জামিনের আবেদন জানানো হলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, এই মামলায় আরও তদন্তের প্রয়োজন। তাই জামিনের আবেদন খারিজ করা হল।

মঙ্গলবার হাইকোর্টে মামলার শুনানির শুরুতেই ইডি আদালতে একটি রিপোর্ট পেশ করে। তাতে বলা হয়, পিনকন সংস্থার বেআইনি অর্থলগ্নির মামলায় আরও কিছু আর্থিক লেনদেনের খোঁজ চালাচ্ছে তারা। ইতিমধ্যেই পাঁচটি সম্পত্তির খোঁজ মিলেছে। সেই সব সম্পত্তির সঙ্গে পিনকনের যোগ আছে কি না, তার তদন্ত হওয়া দরকার। ইডি আরও বলে, আবেদনকারী প্রভাবশালী। সমাজের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তাই তাঁকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তিনি জামিন পেলে সাক্ষীরা প্রভাবিত হতে পারেন।

ইডির রিপোর্টের বিরোধিতা করেন কৌস্তুভের আইনজীবী। দুই পক্ষের সওয়াল শেষে আদালত বলে, জমা পড়া ইডির নথি দেখে আদালত মনে করছে, এই মামলায় আরও তদন্তের প্রয়োজন। আইনজ্ঞ মহল মনে করছে, ইডির দেওয়া প্রভাবশালী তত্ত্বই কৌস্তুভ রায়ের জামিন বাতিলের অন্যতম কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =