রাজ্য়পাল সি ভি আনন্দ বোসকে বেনজির আক্রমণ কুণালের

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বেনজির আক্রমণ করতে দেখা গেল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকে রাজ্যপাল নির্দিষ্ট একটি দলের হয়ে ‘দালালি’ করে গিয়েছেন বলে অভিযোগ করেছিলেন কুণাল। তাঁর বেলাগাম মন্তব্য, ‘নূন্যতম লজ্জা থাকলে বাংলা থেকে দূর হটুন।’

বুধবার সাংবাদিক বৈঠক করে কুণাল জানান, ‘রাজ্যপাল পদকে আমরা সম্মান দিই, কিন্তু আপনি সেই সম্মান পাওয়ার যোগ্য নন।’ রাজ্যপাল বিরোধীদের জেতাতে বদ্ধপরিকর ছিলেন বলে অভিযোগ করেন কুণাল। তাঁর কথায়, ‘বিজেপির এজেন্ট, দলদাস, দালাল বিরোধীদের প্রমোট করেছে। নির্বাচনের পর্ব শেষ হয়ে গিয়েছে, তারপরেও বিরোধীদের হয়ে ঘুরে ঘুরে প্রচার করেছে, কুৎসা করেছে আমাদের বিরুদ্ধে। বাংলার রায় রাজ্যপালের সংবিধান বহির্ভূত আচরণের বিরুদ্ধেও রায়। প্রত্যাখ্যান করেছে।’

প্রসঙ্গত, চলতি পঞ্চায়েত নির্বাচনে একাধিক উপদ্রুত জায়গায় পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ক্যানিং, ভাঙড় থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জায়গায় তিনি পরিদর্শন করেন। এমনকি নির্বাচনের দিনেও একাধিক জায়গা পরিদর্শন করতে দেখা যায় তাঁকে। এরপর নির্বাচন শেষ হতেই দুদিন আগেই দিল্লি সফর সেরে এসেছেন তিনি। অন্ধকারের টানেলের পর আলো আসবে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনাও যায় তাঁকে। পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর এদিন বিজেপি, সিপিএমকে একত্রে আক্রমণ করেন কুণাল। একাধিক জায়গায় অশান্তির ঘটনায় কুণাল জানান, ‘বিরোধীরা ইচ্ছে করে এই ধরনের অশান্তি করছে বিভিন্ন জায়গায়। ‘ খুন, রক্তের দৃশ্য মার্কেটিং ‘ করার জন্য বিরোধীরা এই ধরনের কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবারের সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র। সর্বোপরি পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের ভালো ফল হওয়ার পর তিনি বিরোধী দলনেতার উদ্দেশে জানান, কয়েকটা জায়গায় নন্দীগ্রামে সামান্য ভোটে হেরেছে তৃণমূল, ফলত বিজেপি লড়াই করতে পারেনি বলেই দাবি তৃণমূল মুখপাত্রের। পাশাপাশি, আগামী লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং তমলুক আসন দুটি তৃণমূলের থাকবে বলে প্রত্য়য়ী দেখায় কুণাল ঘোষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 1 =