কার্তিক মহারাজকে গ্রেফতার করার দাবি কুণালের

কার্তিক মহারাজ প্রভাবশালী। তাঁকে গ্রেফতার করে ধর্ষণের অভিযোগের তদন্ত করতে হবে, মঙ্গলবার এমনই দাবি করতে শোনা গেল তৃণমূল নেতা তথা দলের মুখপাত্র কুণাল ঘোষকে। কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে সরব হওয়ার পাশাপাশি আশা প্রকাশ করেন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে কার্তিক মহারাজকে কোনও রক্ষাকবচ দেবে না হাইকোর্ট।

কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এদিন কুণাল বলেন, ‘মারাত্মক অভিযোগ। যে মহিলা অভিযোগ করেছেন, তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নোটিস পাঠিয়েছিল।’ আর এই প্রসঙ্গেই কুণালের প্রশ্ন, ‘কার্তিক মহারাজ গেলেন না কেন? তুমি মহারাজ সাধু হলে আজ। দুনিয়ার লোকের দিকে আঙুল তুলে খারাপ কথা, বড় বড় কথা। সৎ সাহস থাকলে গেলেন না কেন? তৃণমূলের কাউকে নোটিস দিলে, কোনও আইনি কারণে তিনি যদি না যান, বড় বড় কথা হয়। কার্তিক মহারাজ পালিয়ে যাচ্ছেন কেন?’ এর রেশ ধরে কুণাল এও জানান, ‘আইনগতভাবে আপনার হাইকোর্টে যাওয়ার অধিকার রয়েছে। কিন্তু, এইটুকু দম হল না যে আমি যাই। এদিকে, নবগ্রামে মাবোনেরা রাস্তায় নেমেছেন।

সমগ্র এই ঘটনার প্রেক্ষিতেই এরপরই কার্তিক মহারাজকে গ্রেফতারের দাবি তোলেন কুণাল। সঙ্গে এও জানান, ‘আমরা পরিষ্কার বলছি, কার্তিক মহারাজকে গ্রেফতার করতে হবে। একজন মহিলা এত গুরুতর অভিযোগ আনার পর তিনি বাইরে ঘুরছেন কীভাবে? তাঁকে হেফাজতে নিতে হবে। তিনি প্রভাবশালী। তিনি বাইরে থাকলে অভিযোগকারিণীর উপর চাপ সৃষ্টি করবেন। কার্তিক মহারাজকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করতে হবে। তাঁকে আগে গ্রেফতার করা উচিত। আশা করব, ন্যায় বিচারের স্বার্থে কলকাতা হাইকোর্ট ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজকে কোনও রক্ষাকবচ দেবে না।

অন্যদিকে কার্তিক মহারাজকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই প্রসঙ্গে কুণাল সিপিএমকে বিদ্ধ করে বলেন, ‘মহম্মদ সেলিমরা তো বিজেপির বি টিম। সেলিমদের ভোট কমলে বিজেপির ভোট বাড়ে। কার্তিক মহারাজকে গ্রেফতার করতে হবে, এই দাবি তুলতে এতদিন সময় লাগল কেন?’

প্রসঙ্গত, গত ২৬ জুন মুর্শিদাবাদের নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা। অভিযোগ, কার্তিক মহারাজ ২০১৩ সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেন। সেই ঘটনায় কার্তিক মহারাজের বিরুদ্ধে তৎকালীন ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩৭৬ (), ৩১৩, ৫০৬, ৪১৭ ধারায় মামলা রুজু হয়েছে। এরপর সোমবার ভারত সেবাশ্রমে গিয়ে নোটিস দিয়ে আসে পুলিশ। ১ জুলাই সকাল ১০টায় নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার জন্য বলা হয় কার্তিক মহারাজকে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দিয়েছেন কার্তিক মহারাজ। এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এফআইআর বাতিলের আবেদনও জানান। পাল্টা তিনি এও বলেন, ‘এটা সাধু সন্ন্যাসীদের উপর আক্রমণ। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।’ এদিকে আদালত সূত্রে খবর, বুধবার তাঁর আবেদনের শুনানি হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + ten =