আরজি কর কাণ্ডে টলিউডকে বিদ্ধ করলেন কুণাল, বাদ গেলেন না অরিজিৎ-ও

আরজি কর কাণ্ডে যে ভাবে সরব হয়েছেন টলিউডের কলাকুশলী, তাতে বাংলার ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠছে বলে ধারনা তৃণমূল নেতা কুণাল ঘোষের। এই পরিস্থিতিতে অগ্নিতে গৃতাহতুর কাজ করেছে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’। এই ছবিটির বিষয়বস্তুর কেন্দ্রে রয়েছে বাংলার সমসাময়িক রাজনীতির বাতাবরণ, যা শাসকদলকে অস্বস্তিতে ফেলতে পারে। এ কারণে ছবিমুক্তি আটকাতে হাইকোর্টে মামলাও হয়। যদিও এই ছবি মুক্তি পাচ্ছে শুক্রবার। হাইকোর্ট কোনও পদক্ষেপ করেনি এই ছবির মুক্তি আটকাতে।

এদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য, ‘আফসোস লাগে। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে। অথচ টলিগঞ্জের বাবু-বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ইমেজ গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান কিন্তু মমতাদির বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমার কথা তাঁরা ভাবেন না।’

শুধু সিনেমা নয়, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যে প্রতিবাদী গান উঠে এসেছে, তা নিয়েও মন্তব্য করেন কুণাল। তিনি এক্স হ্যান্ডল-এ গায়ক অরিজিৎ সিংয়ের প্রশংসা করেও আফসোসের কথাই লেখেন। কুণাল জানান, ‘অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভাল।তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =