রবিবার বিকেল তিনটেয় শুরু হয় সিটু, কৃষক সভা, খেত মজুর সংগঠন ও বস্তি সংগঠন, বামেদের এই চারটি গণসংগঠনের আহ্বানে ব্রিগেডে সমাবেশ। অতীতে এই ভাবে শ্রমিক–কৃষক সংগঠনের ব্যানারে বামেরা ব্রিগেড সমাবেশ করেনি। ফলে এ দিনের ব্রিগেড সভার দিকে নজর রয়েছে বাংলার রাজনৈতিক মহলের। এরই মধ্যে বামেদের ব্রিগেড নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
নিজের এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন,’আবার বলছি, যাঁরা আজ সিপিএমের ব্রিগেডে যাবেন, বড় বড় কথা বলবেন, তাঁরা ৯৯ শতাংশই বিজেপিকে ভোট দিয়েছেন, দিচ্ছেন। সভায় সামান্য কিছু লোক দেখানোটা বড় কথা নয়, এঁরাই ফিরে গিয়ে বিজেপিকে ভোট দেন। আগেও একাধিকবার এটা ভোটের অঙ্কে প্রমাণিত। ফলে, আজকের ছবির ক্যাপশন: মঞ্চ সিপিএমের, ভোটার বিজেপির। এটা মুখোশধারী রামবামের ব্রিগেড।’ (বানান অপরিবর্তিত)
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে বিরোধী আসনে রয়েছে বামেরা। কিন্তু ২০১১ সাল থেকেই সিপিএমের ‘রক্তক্ষরণ’ অব্যাহত। প্রতি ভোটে তাঁদের ভোটের শতাংশ ক্রমশ কমেছে। আর ভোট বেড়েছে বিরোধী বিজেপির। ফলে বামেদের ভোট যে বিজেপি অনেকাংশেই ছিনিয়ে নিয়েছে, তা এক কথায় স্পষ্ট। এবার সেই প্রসঙ্গ টেনেই বামেদের ব্রিগেড সমাবেশকেও কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।