সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে অবস্থান বদল কুণালের

অসুস্থ হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি  হওয়ার পর তাঁকে নিয়ে কুণাল ঘোষের করা পোস্ট ঘিরে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। কুণালের সমালোচনায় সরব হতে দেখা যায় সিপিএম নেতৃত্ব-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে। এরই মাঝে নিজের সাফাই দিতে এবার নয়া পোস্ট কুণাল ঘোষের। সোমবার কুণাল লেখেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেছি। এখনও করি, করব। একটা সময়ে ব্যক্তিগত যোগাযোগ ছিল। সাংবাদিক কুণাল ঘোষকে কোনওদিন খালি হাতে ফেরাননি। কিছুদিন আগে মীরা ভট্টাচার্যের সঙ্গেও দেখা হল, কথা হল। আমার সৌজন্যের কোনও অভাব নেই। ছাগলের কিছু তৃতীয় সন্তান আমার কথার কিছু অংশ নিয়ে নাচছে। যারা মুখ্যমন্ত্রীর পায়ের চোট নিয়ে অসভ্যতা করে, সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করে, তাদের কাছে শালীনতা, সৌজন্য, রুচি শিখব? ছোঃ।’

এই পোস্টের মধ্যে দিয়ে কুণাল সমালোচকদের একহাত দিলেন বলেই মনে করছেন অনেকে। আবার একাংশের ধারনা, সোশ্যাল মিডিয়ায় যে ভাবে ঝড় উঠেছে কুণালের বিরুদ্ধে তাতে নিজের ভুল হয়তো বুঝতে পেরেছেন তৃণমূলের এই মুখপাত্র। কারণ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে তাঁর কমেন্টের পর সোশ্যাব মিডিয়ায় অনেকেই তাঁকে সবক শিখিয়েছেন। এরপরও সোমবারের কুণালের পোস্টের কমেন্ট বক্সেও একের পর এক সমালোচনা।

প্রসঙ্গত, এর আগে বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে লেখেন, ‘বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন। কিন্তু দয়া করে আদিখ্যেতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না। উনি সিপিএম আর ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে বহু ক্ষতি হয়েছে।’ কুণাল ঘোষের এই পোস্টকে ঘিরে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। শুধু সিপিএম নেতানেত্রীরাই নন, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষও কুণালের সমালোচনায় সরব হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =