ছট পুজোর সময়ে রবীন্দ্র সরোবর লেক বন্ধ রাখা হয়। কিন্তু দোলে বা হোলিতে কেন সম্পূর্ণ বন্ধ রাখা হবে না, তা নিয়ে এবার প্রশ্ন উঠে গেল। দোলের জন্য দুদিন সরোবর বন্ধ করে দেওয়া হচ্ছে জন সাধারণের জন্য কিন্তু একাধিক ক্লাবের জন্য এই নিয়ম প্রযোজ্য় নয়। এই ইস্যুতে মঙ্গলবার সাতসকালে রবীন্দ্র সরোবরের ১২ নম্বর গেটে বিক্ষোভ দেখায় লেক লাভার্স ফোরাম। সেই বিক্ষোভে সামিল হয়েছিলেন প্রাতঃভ্রমণকারীরাও। তাঁদের অভিযোগ, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে একদিকে লেকের ভিতরে নির্মাণকাজ চলছে, উল্টোদিকে দোল ও হোলির দিন কিছু ক্লাবকে লেকের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। ছটের জন্য যে লেকে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়, সেই একই লেক কেন দোলের জন্য নির্দিষ্ট কিছু ক্লাবের জন্য খোলা থাকবে, এই প্রশ্নের উত্তর চান তাঁরা।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই জানিয়েছেন পরিবেশপ্রেমীরা, এমনটাই সূত্রে খবর। এর পাশাপাশি পুলিশ কমিশনার মনোজ ভার্মাকেও ই-মেল মারফত অভিযোগ জানানো হয়েছে। লেক লাভার্স ফোরামের সদস্যদের বক্তব্য, সকালের দিকে লেকের দরজা বন্ধ রেখে বেলার দিকে খুলে দেওয়া হচ্ছে। সকালে যারা হাঁটতে আসেন তারা বঞ্চিত হচ্ছেন, এদিকে বেলার দিকে মানুষ এসে দোল খেলতে পারবেন। তাঁদের সাফ বক্তব্য, নিয়ম সবার জন্য এক হওয়া উচিত।
ছটের জন্য রবীন্দ্র সরোবর লেকের বাইরে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি অস্থায়ীভাবে একাধিক ঘাটও তৈরি করা হয়। কিন্তু দোলের জন্য এমন কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। সেই নিয়েও প্রশ্ন উঠেছে। ছট এবং দোল দুই উৎসবের জন্য পৃথক ব্যবস্থাপনা কেন নেওয়া হল, তা জানতে চান পরিবেশবিদরা।